Sunday, November 9, 2025

‘স্পনসর্ড-বিক্ষোভ’ ?

এমন ছবি ভারতবর্ষ আগে দেখেনি৷ উত্তরপ্রদেশের বিজেপি সরকারের সৌজন্যে এবার তাও দেখা গেলো৷ ধর্ষকদের সমর্থনে বিক্ষোভ দেখলো গোটা দেশ।

হাথরাস-কাণ্ড নিয়ে গোটা দেশ উত্তাল৷ দলিত এক তরুণীর দুর্ভাগ্যজনক পরিনতির প্রতিবাদে দেশজুড়ে চলছে প্রতিবাদ৷ সেই সময়, ওই নির্যাতিতার গ্রামের কাছেই চার উচ্চবর্ণের ধর্ষকের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন ঠাকুর সম্প্রদায়ের। স্থানীয় মানুষের অভিযোগ, উত্তর প্রদেশের শাসক দলের মদতে এই বিক্ষোভ হয়েছে৷ চার ধর্ষকের “ন্যায় বিচার” চেয়ে এই বিক্ষোভ বর্তমান বিজেপি-শাসিত উত্তর প্রদেশের প্রকৃত চিত্রই তুলে ধরেছে বলে মতপ্রকাশ করেছে রাজনৈতিক মহল৷ ধর্ষকদের সমর্থনে বিক্ষোভকারীদের দাবি,”ঠাকুর সম্প্রদায়ের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ নেই, তাও তাঁদের আটকে রাখা হয়েছে।”
আর এক বিক্ষোভকারী বলেছেন, “এই নিয়ে আলোচনার জন্য মহাপঞ্চায়েত ডাকা হোক৷ মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের উল্লেখ নেই। ঠাকুরদের অকারণ টার্গেট করা হচ্ছে৷ ” গণধর্ষণে অভিযুক্তদের সমর্থনে এই বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছিলেন হাথরাস সংলগ্ন গ্রামের বাসিন্দারা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলতে দেওয়ার পর তা সরিয়ে দেয় পুলিশ ৷

গণধর্ষণ ও দলিত তরুণীর মৃত্যুর ঘটনার পর প্রথমে জেদ দেখালেও পরে দেশজুড়ে প্রতিবাদের চাপে ওই রাজ্যের সরকার হাথরাস-কাণ্ডে CBI তদন্তের নির্দেশ দিয়েছে৷

আরও পড়ুন-নিহত নির্যাতিতার ভিডিও পোস্ট করেও বিজেপির আইটি সেল প্রধান ‘আইনের ঊর্ধ্বে’!

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version