Friday, November 14, 2025

করোনা আবহে মল্লিক বাড়ির পুজোয় সর্বসাধারণের প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা

Date:

সামনেই দুর্গা পুজো। আর কলকাতার পুজো বললেই দুটো ছবি চোখের সামনে ভেসে ওঠে। এক তো বারোয়ারি- সার্বজনীন ক্লাবের পুজোগুলো। সেখানে থাকে থিমের বাহার, বিরাট ঝাঁ চকচকে মণ্ডপ, ঘাড় উঁচু করে দেখা বিশাল প্রতিমা। আর অন্যদিকে, বাড়ির পুজো। ছোটখাটো, ছিমছাম পুজো, অথচ বড্ড আন্তরিক। বাড়ির পুজোয় বারোয়ারির মতো তেমন জাঁকজমক না থাকলেও, অন্যরকম একটা আনন্দ থাকে। তেমনই এক বাড়ির পুজো হল কলকাতার মল্লিক বাড়ির পুজো।

হ্যা, ঠিকই ধরেছেন। রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিকদের কথাই বলছি। এই বনেদি বাড়ির পুজো এ বছর ৯৬ বছরে পা দিল। শুধু কলকাতা নয়, দেশ বিদেশ থেকেও প্রচুর মানুষ পুজোর সময় আসেন এই বাড়ির পুজো দেখতে। পুজোর আবহে সকলে মিলে মিশে এক হয়ে যান। তখন কেউ সেলিব্রিটি নন, সবাই সাধারণ।

আরও পড়ুন : মেট্রোর উদ্বোধন : মুখ্যমন্ত্রীই বাদ! থাকব বলে জল্পনা বাড়ালেন সাধন

তবে করোনা আবহে সবকিছুই যেন এলোমেলো হয়ে গিয়েছে। প্রসঙ্গত, জুলাই মাসেই করোনা আক্রান্ত হয়েছিলেন কোয়েল মল্লিক, তাঁর প্রযোজক স্বামী নিসপাল সিং রানে, অভিনেতা রঞ্জিত মল্লিক ও তাঁর স্ত্রী। বর্তমানে অবশ্য তাঁরা সকলেই সুস্থ আছেন। তাই এবার নিজেদের নিয়ম একটু বদলেছে মল্লিক পরিবার। তাঁরা জানিয়েছেন, এবছর দুর্গাপুজো হবে, তবে সেখানে এবারের জন্য সর্বসাধারণের প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা। প্রত্যেকের সুরক্ষার কথা মাথায় রেখে দর্শনার্থী ও সংবাদমাধ্যমের প্রবেশে অনুমতি দেওয়া হচ্ছে না। একথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

মল্লিক পরিবারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই। সেগুলি কোয়েলের সোশ্যাল মিডিয়া পোস্টের নিচে কমেন্টে উঠে এসেছে। অনেকেই এই সিদ্ধান্তকে সমর্থন করে লিখেছেন, ”পরের বছর আবার না হয় জাঁক জমক হবে”। মল্লিকের পরিবারের সুস্থতা কামনা করেছেন সকলে।

Related articles

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...
Exit mobile version