Thursday, August 21, 2025

আইএসএল খেলা নিয়ে ফের জটিলতায় পড়লো ইস্টবেঙ্গল।
দারুণ ইনভেস্টর ছিল। গ্রিন সিগন্যাল দিয়েছে এফএসডিএল। তবুও চরম অনিশ্চয়তার মুখে লাল-হলুদের আইএসএল ভবিষ্যৎ। কারণ, ক্লাবের তরফ থেকে যে বন্ড যাওয়ার কথা ছিল ইনভেস্টরের কাছে, তা এখনও যায়নি বলে জানা যাচ্ছে। এ প্রসঙ্গে ইনভেস্টরের তরফ থেকে শ্রেনিক শেঠ বলেন, “দু-এক দিন অপেক্ষা করব। সমস্যা না মিটলে বিচ্ছেদ হতে পারে সম্পর্ক।”

কিন্তু এতদূর এগিয়েও প্রকৃত সমস্যা কী? সম্প্রতি ক্লাবে বিশেষ সাধারণ সভা আয়োজিত হয়। শোনা যাচ্ছে, সেখানে সদস্যদের একাংশ মানতে পারেনি শ্রী সিমেন্টের সঙ্গে সম্পর্কের কয়েকটি শর্ত।

ঠিক কোন শর্তগুলি মানতে পারেননি সদস্যদের একাংশ।

(১) ক্লাব ও ইনভেস্টরের সংবিধানের রূপরেখা একেবারে আলাদা। ভবিষ্যতে দুই পক্ষের মধ্যে কোনও মতানৈক্য হলেও, কোম্পানির সংবিধানই অগ্রাধিকার পাবে। সদস্যরা সেটা মানতে পারছেননা। এতে ক্লাবের স্বাধীনতা নষ্ট হতে পারে।

(২) এতদিন পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে সদস্যদের নির্বাচনের মাধ্যমে কার্যকরী কমিটি তৈরি হতো। তবে নতুন কোম্পানির দেওয়া শর্ত অনুসারে সদস্যদের অধিকার নতুন বোর্ডের হাতে থাকবে। এক্ষেত্রে কার্যকরী কমিটির ভূমিকা অনেকটাই কমে আসবে। যাতে অনেকের প্রবল আপত্তি।

(৩) ইনভেস্টরের তরফ থেকে পাঠানো এই প্রস্তাবের ফলে ক্লাবের এক্সিকিউটিভ কমিটি ও বিভিন্ন ক্রীড়া বিভাগের সচিবদের ভূমিকাও অনেকটা কমে যাবে। ইস্টবেঙ্গল সদস্যরা সেটাও মানতে পারছেন না।

এই শর্তগুলি নিয়ে ক্লাবে আলোচনা চলছে। তবে জট এখনই খুলছে না ইস্টবেঙ্গলের অন্দরে। ফলে আইএসএলের ময়দান ইস্টবেঙ্গলকে স্বাগত জানানোর জন্য তৈরি থাকলেও তীরে আসে তরী ডোবার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, ইনভেস্টরদের শর্ত না মানলে চুক্তিভঙ্গ হতে পারে। সেক্ষেত্রে বিশ বাঁও জলে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার স্বপ্ন।

আরও পড়ুন-দীনেশ কার্তিককে সরিয়ে ইয়ন মর্গ্যানকে অধিনায়ক চাইছেন নাইট সমর্থকরা

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version