Monday, November 10, 2025

বাইরে পড়তে যাও, কিন্তু বাংলাকে ভুলে যেও না: কৃতী পড়ুয়াদের বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

বাইরে পড়তে যাও কিন্তু বাংলাকে ভুলে যেও না, মাকে ভুলে যেও না। ফিরে এসো- কৃতী ছাত্রছাত্রীদের ভার্চুয়াল সংবর্ধনা অনুষ্ঠানে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পড়ুয়াদের তিনি বলেন, ভালোভাবে লেখাপড়া করলে কোথাও দৌড়তে হবে না। বরং সারা বিশ্বই কৃতীদের ডাকবে। মুখ্যমন্ত্রী বলেন, বাংলার ছেলেমেয়েদের মেধার কোনও তুলনা নেই। বাংলা সারা দেশ তথা সারা বিশ্বকে পথ দেখায়। অমর্ত্য সেন থেকে শুরু করে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মতো নোবেলজয়ীরা সবাই বাংলার ছেলে। মুখ্যমন্ত্রী বলেন, খোঁজ নিলে দেখা যাবে, স্পেস সায়ান্স বা অন্য গবেষণার ক্ষেত্রেও বিজ্ঞানীদের মধ্যেও অনেক কৃতী বাঙালি রয়েছেন।

এই প্রসঙ্গে কেন্দ্রের শিক্ষানীতির সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এই নীতি প্রতিভাকে স্বীকৃতি দেয় না এটা আমাদের পরিপন্থী”। মুখ্যমন্ত্রী জানান, রাষ্ট্রসংঘ থেকে শুরু করে ইউনেস্কো সব জায়গায় বাংলার বিভিন্ন প্রকল্প পুরস্কৃত হয়েছে। অথচ নতুন শিক্ষানীতিতে কেন্দ্র মেধাতালিকাই বাদ দিয়ে দিচ্ছে। এটা ঠিক নয়।

কৃতী ছাত্রছাত্রীদের উৎসাহ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ। তিনি তাঁদের জন্য গর্ব বোধ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরে তিনি বেশ কয়েকজন কৃতি পড়ুয়ার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে তারা আপ্লুত বলে জানান কৃতীরা।

ছাত্রছাত্রীদের উপহার দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। অন্যান্য উপহারের পাশাপাশি কৃতি পড়ুয়ারা মুখ্যমন্ত্রীর অটোগ্রাফ করা একটি ডায়রিও পাবে। বেশিরভাগ ছাত্রছাত্রীর মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করার আবদার করেন। সেই আবদার মেনে মমতা জানান, অতিমারি পরিস্থিতি স্বাভাবিক হলেই তিনি তাদের সামনাসামনি দেখা করবেন।

আরও পড়ুন-তফশিলি জাতি-উপজাতিদের এডুকেশন লোন, পড়ুয়াদের পাশে রাজ্য: মুখ্যমন্ত্রী

 

Related articles

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...

রিচার নামে স্টেডিয়ামকে স্বাগত, ট্রোলিং নিয়ে সোজা সাপটা জবাব দিলেন সৌরভ

বিশ্বজয়ী ক্রিকেটার তথা উত্তরবঙ্গের ভূমিকন্যা রিচা ঘোষের(Rich Ghosh) নামে স্টেডিয়াম তৈরি হবে শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক...

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...
Exit mobile version