Saturday, November 15, 2025

বাইরে পড়তে যাও, কিন্তু বাংলাকে ভুলে যেও না: কৃতী পড়ুয়াদের বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

বাইরে পড়তে যাও কিন্তু বাংলাকে ভুলে যেও না, মাকে ভুলে যেও না। ফিরে এসো- কৃতী ছাত্রছাত্রীদের ভার্চুয়াল সংবর্ধনা অনুষ্ঠানে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পড়ুয়াদের তিনি বলেন, ভালোভাবে লেখাপড়া করলে কোথাও দৌড়তে হবে না। বরং সারা বিশ্বই কৃতীদের ডাকবে। মুখ্যমন্ত্রী বলেন, বাংলার ছেলেমেয়েদের মেধার কোনও তুলনা নেই। বাংলা সারা দেশ তথা সারা বিশ্বকে পথ দেখায়। অমর্ত্য সেন থেকে শুরু করে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মতো নোবেলজয়ীরা সবাই বাংলার ছেলে। মুখ্যমন্ত্রী বলেন, খোঁজ নিলে দেখা যাবে, স্পেস সায়ান্স বা অন্য গবেষণার ক্ষেত্রেও বিজ্ঞানীদের মধ্যেও অনেক কৃতী বাঙালি রয়েছেন।

এই প্রসঙ্গে কেন্দ্রের শিক্ষানীতির সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এই নীতি প্রতিভাকে স্বীকৃতি দেয় না এটা আমাদের পরিপন্থী”। মুখ্যমন্ত্রী জানান, রাষ্ট্রসংঘ থেকে শুরু করে ইউনেস্কো সব জায়গায় বাংলার বিভিন্ন প্রকল্প পুরস্কৃত হয়েছে। অথচ নতুন শিক্ষানীতিতে কেন্দ্র মেধাতালিকাই বাদ দিয়ে দিচ্ছে। এটা ঠিক নয়।

কৃতী ছাত্রছাত্রীদের উৎসাহ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ। তিনি তাঁদের জন্য গর্ব বোধ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরে তিনি বেশ কয়েকজন কৃতি পড়ুয়ার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে তারা আপ্লুত বলে জানান কৃতীরা।

ছাত্রছাত্রীদের উপহার দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। অন্যান্য উপহারের পাশাপাশি কৃতি পড়ুয়ারা মুখ্যমন্ত্রীর অটোগ্রাফ করা একটি ডায়রিও পাবে। বেশিরভাগ ছাত্রছাত্রীর মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করার আবদার করেন। সেই আবদার মেনে মমতা জানান, অতিমারি পরিস্থিতি স্বাভাবিক হলেই তিনি তাদের সামনাসামনি দেখা করবেন।

আরও পড়ুন-তফশিলি জাতি-উপজাতিদের এডুকেশন লোন, পড়ুয়াদের পাশে রাজ্য: মুখ্যমন্ত্রী

 

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version