Saturday, November 8, 2025

রাজভবনে গেলেন না স্বরাষ্ট্রসচিব-ডিজি, রেগে আগুন ধনকড় সাক্ষাৎ চাইছেন মুখ্যমন্ত্রীর

Date:

বারাকপুর-টিটাগড়ের অর্জুন সিং ঘনিষ্ঠ দাপুটে নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। শুরু হয়েছে শাসক-বিরোধী চাপানউতর। থমথমে বারাকপুরে ১২ ঘন্টার বনধ ডেকেছে বিজেপি। অন্যদিকে, গতকাল রাতে বিজেপি নেতা খুনের ঘটনার পরই আসরে নেমে পড়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

বিজেপির দাপুটে নেতা মনীশ শুক্লা খুনে গতরাতেই টুইট করে ক্ষোভ উগরে দেন ধনকড়। মণীশ শুক্লা খুনের ঘটনায় রাজ্যের স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে সাংবিধানিক প্রধান হিসেবে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল। টুইটে রাজ্যপাল জানিয়েছিলেন, রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির জন্যই ভয়াবহ খুনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আলোচনার জন্যই ডাকা হয়েছিল রাজ্য প্রশাসনের দুই শীর্ষ আধিকারিককে। আজ , সোমবার সকাল ১০ টায় স্বরাষ্ট্র সচিব ও ডিজিকে তলব করেছিলেন রাজ্যপাল। কিন্তু এখনও পর্যন্ত দু’জনের কেউই রাজভবনে আসেননি বলে খবর। যদিও এদিন সকালে রাজভবনে যান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে ঠিক কী কারণে তিনি রাজভবনে এসেছেন সেটা স্পষ্ট নয়।

তাঁর ডাকে সাড়া দিয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও ডিজি রাজভবনে না যাওয়ায় রেগে আগুন ধনকড়। এবার সুর সপ্তমে চড়িয়ে রাজ্যপালসরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চাইলেন। নিজেই টুইট করে একথা জানান তিনি।

মুখ্যমন্ত্রীকে নিশানা করে টুইটে রাজ্যপাল লেখেন, “নিস্তব্ধতাই যেন অনেক সত্যকে তুলে ধরছে।” সুতরাং, এবার বিজেপি নেতা মণীশ শুক্ল হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজ্য-রাজ্যপাল সংঘাত যে নতুন নতুন মাত্রা পেতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন : বাংলার মুখ্যমন্ত্রীকে অশ্লীল ইঙ্গিতের টুইট, ইনি রাজ্যপাল!

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version