Wednesday, November 5, 2025

রাজভবনে গেলেন না স্বরাষ্ট্রসচিব-ডিজি, রেগে আগুন ধনকড় সাক্ষাৎ চাইছেন মুখ্যমন্ত্রীর

Date:

বারাকপুর-টিটাগড়ের অর্জুন সিং ঘনিষ্ঠ দাপুটে নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। শুরু হয়েছে শাসক-বিরোধী চাপানউতর। থমথমে বারাকপুরে ১২ ঘন্টার বনধ ডেকেছে বিজেপি। অন্যদিকে, গতকাল রাতে বিজেপি নেতা খুনের ঘটনার পরই আসরে নেমে পড়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

বিজেপির দাপুটে নেতা মনীশ শুক্লা খুনে গতরাতেই টুইট করে ক্ষোভ উগরে দেন ধনকড়। মণীশ শুক্লা খুনের ঘটনায় রাজ্যের স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে সাংবিধানিক প্রধান হিসেবে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল। টুইটে রাজ্যপাল জানিয়েছিলেন, রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির জন্যই ভয়াবহ খুনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আলোচনার জন্যই ডাকা হয়েছিল রাজ্য প্রশাসনের দুই শীর্ষ আধিকারিককে। আজ , সোমবার সকাল ১০ টায় স্বরাষ্ট্র সচিব ও ডিজিকে তলব করেছিলেন রাজ্যপাল। কিন্তু এখনও পর্যন্ত দু’জনের কেউই রাজভবনে আসেননি বলে খবর। যদিও এদিন সকালে রাজভবনে যান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে ঠিক কী কারণে তিনি রাজভবনে এসেছেন সেটা স্পষ্ট নয়।

তাঁর ডাকে সাড়া দিয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও ডিজি রাজভবনে না যাওয়ায় রেগে আগুন ধনকড়। এবার সুর সপ্তমে চড়িয়ে রাজ্যপালসরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চাইলেন। নিজেই টুইট করে একথা জানান তিনি।

মুখ্যমন্ত্রীকে নিশানা করে টুইটে রাজ্যপাল লেখেন, “নিস্তব্ধতাই যেন অনেক সত্যকে তুলে ধরছে।” সুতরাং, এবার বিজেপি নেতা মণীশ শুক্ল হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজ্য-রাজ্যপাল সংঘাত যে নতুন নতুন মাত্রা পেতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন : বাংলার মুখ্যমন্ত্রীকে অশ্লীল ইঙ্গিতের টুইট, ইনি রাজ্যপাল!

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version