Thursday, August 21, 2025

হাথরাস কাণ্ড: হিংসা ছড়ানোর সন্দেহে মথুরা থেকে গ্রেফতার ৪

Date:

হাথরাস কাণ্ড নিয়ে হিংসা ছড়ানোর সন্দেহে উত্তরপ্রদেশের মথুরা থেকে চারজনকে গ্রেফতার করল পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, ধৃত চার ব্যক্তি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত। রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা প্রশান্ত কুমার বলেন, দিল্লি থেকে হাতরা যাওয়ার পথে থেকে গ্রেফতার করা হয়েছে।

হাথরাস কাণ্ডের পর হিংসা ছড়ানোর ষড়যন্ত্রের আশঙ্কায় উত্তরপ্রদেশ জুড়ে হাই অ্যালার্ট জারি রাখা হয়েছে। কেউ হিংসা ছড়াচ্ছে কি না সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। কড়া নজরদারি চালাচ্ছে রাজ্য পুলিশ। যমুনা এক্সপ্রেসওয়েতে টোলপ্লাজায় সন্দেহভাজন প্রত্যককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার দুপুরে পুলিশ এরকমই চারজনকে গ্রেফতার করেছে। ওই চারজনের মধ্যে একজনের নাম আতিকুর রহমান। প্রত্যককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা গিয়েছে, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিল ধৃতরা।


উল্লেখ্য, ১৫ দিনের লড়াই শেষে গত ২৯ সেপ্টেম্বর মৃত্যু হয়েছে হাথরাসের নির্যাতিতার। এই ঘটনা ঘিরে উত্তাল সারা দেশ। যোগী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে বিভিন্ন মহল। অভিযোগ, ধর্ষিতা তরুণীর দেহ পরিবারের অনুমতি না নিয়েই সৎকার করা হয়েছে। চাপের মুখে পড়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। কিন্তু বিরোধীদের মতে, এটা নিছক রাজনৈতিক কৌশল। কারণ, তরুণীর মৃত্যুর পর রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

আরও পড়ুন:হাথরসের কাণ্ডে পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা কোথায় ?যোগী সরকারকে জিজ্ঞাসা সুপ্রিম কোর্টের

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version