Sunday, August 24, 2025

টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্লর হত্যা তদন্তে নেমে স্থানীয় সিসিটিভি ফুটেজে ধরা পড়া সেদিনের হত্যা রহস্যের পর্দা তুলতে চাইছে পুলিশ। জানা গিয়েছে, সেদিনের হত্যা কাণ্ডে মূল আততায়ী দাঁড়িয়ে ছিল মণীশ শুক্লার পাশেই। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে সাদা জামা পরা লম্বা দোহারা চেহারার ওই যুবক মাটিতে পড়ে যাওয়া মণীশকে লক্ষ্য করে খুব কাছ থেকে পরপর গুলি চালায়। সেই গুলির আঘাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মণীশ বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- সৌজন্যে কোভিড, ফেব্রুয়ারিতে মাধ্যমিক হওয়ার সম্ভাবনা ক্ষীণ, পিছোতে পারে উচ্চ মাধ্যমিকও!
রবিবার রাতে বারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্লর খুনের পর একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ওই ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলে চায়ের দোকানের সামনে সঙ্গীদের নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মণীশ। তাঁর পাশেই তাঁর স্করপিও গাড়িটি বিটি রোডের ওপর দাঁড় করানো। গাড়ির বাঁ দিকের সামনের দরজা খোলা ছিল। বাঁ দিকের ইন্ডিকেটর ল্যাম্প জ্বলছিল। গাড়ির দিকে পেছন করে দাঁড়িয়ে কথা বলছিলেন মণীশ। ঠিক সেই সময়েই মণীশের গাড়ি পেরিয়ে তাঁর মুখোমুখি চলে আসে একটি বাইক। বাইকে দু’জন বসা। বাইকের পিছনে বসা যুবক মণীশ ও তাঁর সঙ্গীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। আর তাতেই হতচকিত হয়ে যান মনীশের সঙ্গীরা। ঘটনার জেরে সেই সময় গাড়ির দরজার আড়ালে মাটিতে পড়ে যান মণীশ। আতঙ্কে চারদিকে সকলে ছুটতে শুরু করেন।
এরপর সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ঠিক সেই সময় চায়ের দোকানের পাশ থেকেই হাজির হয় এক যুবক। সে মাটিতে পড়ে থাকা মণীশকে লক্ষ্য করে পরপর গুলি চালাতে থাকে। তারপরেই ওই আততায়ী গাড়ির অন্যপ্রান্তে অর্থাৎ বিটি রোডের দিকে চলে যায়। পিছন থেকে একটি বাইক আসে এবং সেই বাইকে চড়ে বসে সেই আততায়ী। তারপর প্রথমে আসা বাইকটি এবং এই দ্বিতীয় বাইকে বসা মোট চারজন শূন্যে গুলি চালাতে চালাতে পালিয়ে যায় ডানলপের দিকে। এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সিআইডির তদন্তকারীরা জানাচ্ছেন আততায়ী চায়ের দোকানের সামনেই অপেক্ষায় ছিল। প্রথম দলটি এসে গুলি চালিয়ে মণীশ এবং তাঁর সঙ্গীদের হতভম্ব করে দেওয়ার সঙ্গে সঙ্গেই সে তার কাজ সারে। তদন্তকারীদের দাবি, এই সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীদের ব্যবহার করা দুটি বাইক চিহ্নিত করা সম্ভব হয়েছে। ওই সূত্র ধরেই গ্রেফতার করা হয় গোলাপ শেখ নামে এক দুষ্কৃতীকে। জানা যায় এই গোটা অপারেশনের নেপথ্যে রয়েছে টিটাগড় এলাকারই এক ব্যবসায়ী মহম্মদ খুররম। পুরনো শত্রুতার জেরে খুররম মণীশকে হত্যা করার পরিকল্পনা করে বলে দাবি পুলিশের। তবে খুররম ছাড়াও এর পেছনে আরও কেউ আছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version