Sunday, November 9, 2025

বারুইপুরের মলয়, দেশের প্রথম কোচ মার্কিন মুলুকে যাচ্ছেন কোচিং করাতে

Date:

কলকাতা ময়দানে সাফল্যের সঙ্গে কোচিং করেছেন। আপাতত মুম্বইবাসী বাঙালি কোচ মলয় সেনগুপ্ত৷ তিনিই প্রথম ভারতীয় কোচ যার ‘উয়েফা এ’ লাইসেন্স আছে। দেশের বাইরে ইংল্যান্ড, ডেনমার্ক সহ ইউরোপের নানা দেশে কোচিং করিয়েছেন। ইউথ ডেভলপমেন্টের উপর কাজও করেছেন।

এবার কোচিং জীবনের আর একটি মাইলস্টোন ছুঁলেন মলয়। আমেরিকার সুপার লিগের টিম হাউস্টন হ্যারিকেন মলয়কে আমন্ত্রণ জানাল তাদের যুব উন্নয়নের কাজে অংশ নেওয়ার জন্য। আর সেই অ্যাসাইনমেন্ট হাতে নিয়ে ২০২১-এর এপ্রিলে আমেরিকা যাচ্ছেন মলয়। প্রথম ভারতীয়, প্রথম বাঙালি এই সুযোগ পেয়ে গর্বিত। মলয় জানিয়েছেন, আমেরিকা বিশ্বকাপ খেলে। কিন্তু ওদের ফুটবল নিয়ে আমার বিশেষ অভিজ্ঞতা ছিল না। নিশ্চিতভাবে এটি নতুন ভেঞ্চার। সাগ্রহে তাকিয়ে আছি। বাঙালি হিসাবে প্রথম আমন্ত্রণ তাই ভাল লাগছে।

মহামারির কারণে প্রো-লাইসেন্স এখনও পাননি মলয়। এখন টার্গেট দ্রুত সেই সার্টিফিকেট ওয়ালেটে রাখা। বারুইপুরের ৪৩ বছরের বাঙালি মলয় তাঁর সাফল্যের রহস্যের কথা বলতে গিয়ে বলেন, “আসলে ধৈর্য ধরতে হবে। ভাবলাম আর লাইসেন্স বা সার্টিফিকেট পেয়ে গেলাম, তা হয় না। এখন কোচিংয়ে ভাল সুযোগ আছে। বাংলায় প্রো-লাইসেন্স পাওয়া কোচ কম। দরকার বেশি। বাংলার কোচেদের যেটা দরকার তা হল পড়াশোনা করা, শুধু কোচিং করালে হবে না। অবহেলা করা হয় এই ব্যাপারটা। এটা করলে বাংলার কোনও আন্তর্জাতিক কোচ তৈরি হবে না।”

মলয় দেশের কোচিংয়ের আসল চিত্রটাই তুলে ধরেছেন।

আরও পড়ুন-ফর্মে না থাকলেও বিরাটের আরও দুটি রেকর্ড

 

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version