Monday, May 5, 2025

শীর্ষ আদালতে পৌঁছে গেলো হাথরাস-কাণ্ড, দায়ের হলো দু’টি তাৎপর্যপূর্ণ মামলা

Date:

হাথরাস কাণ্ড পৌঁছে গেলো দেশের শীর্ষ আদালতে৷

রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে যথেষ্টই তাৎপর্যপূর্ণ দু’টি জনস্বার্থ মামলা রুজু হয়েছে সুপ্রিম কোর্টে৷ জানা গিয়েছে, একটি মামলার শুনানি হতে পারে মঙ্গলবারই৷

আরও পড়ুন- ময়দানে তিন প্রধানের বৃত্ত সম্পূর্ণ, নয়া স্পনসর জার্সি নিয়ে ফিরছে মহামেডান

প্রথম মামলাটি করেছেন সঞ্জীব মালহোত্রা নামে এক আইনজীবী৷ তিনি হলফনামায় একাধিক দাবি করেছেন৷ বলেছেন,

◾ হাথরাসে ১৯ বছরের এক দলিত-কন্যাকে গণধর্ষন এবং পরে তাঁর মৃত্যুর ঘটনার তদন্ত হোক শীর্ষ আদালতের নজরদারিতে৷ CBI বা SIT, যে সংস্থাই হাথরাস- কাণ্ডের তদন্ত করুক, সেই তদন্ত শীর্ষ আদালতের প্রত্যক্ষ নজরদারিতে করতে হবে৷ শীর্ষ আদালত অথবা হাইকোর্টের কোনও কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতিকে এই তদন্ত ‘মনিটর’ করার দায়িত্ব দিক শীর্ষ আদালত à§·

◾হাথরাস-কাণ্ডের তদন্ত এবং অভিযুক্তদের বিচারপর্ব উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে সরিয়ে আনার নির্দেশ দিক সুপ্রিম কোর্ট৷ এই দাবির কারন হিসাবে হলফনামায় বলা হয়েছে, উত্তরপ্রদেশে এই মামলার বিচার সুষ্ঠভাবে হওয়ার পরিস্থিতি নেই৷ ওই রাজ্যের সরকার হাথরাসে ধর্ষণের কথাই অস্বীকার করেছে৷ এই মনোভাবেই স্পষ্ট হয়েছে, উত্তরপ্রদেশের কোনও আদালতে এই মামলার নিরপেক্ষ বিচারের পরিবেশ নেই৷ রাজ্য সরকার ইতিমধ্যেই ধর্ষণের ঘটনাই অস্বীকার করেছে৷ ফলে, এই মামলার বিচার উত্তরপ্রদেশে হলে, তা প্রহসনে পরিনত হবে৷

◾হলফনামায় আরও বলা হয়েছে, ওই রাজ্যের পুলিশ জোর করে ধর্ষিতার দেহ জ্বালিয়ে দিয়েছে৷ এই ঘটনার সাফাই হিসাবে পুলিশ বলেছে, পরিবারের সঙ্গে আলোচনা করে, পরিবারের সম্মতিতেই দেহ পোড়ানো হয়েছে৷ অথচ প্রয়াত ধর্ষিতের পরিবার আলোচনার কথা অস্বীকার করে সংবাদমাধ্যমে বলেছেন, “সম্মতি নেওয়ার প্রশ্নই নেই৷ উল্টে জেলা প্রশাসন ও পুলিশ তাদের হুমকি দিয়ে মরদেহ নিয়ে চলে যায় এবং জ্বালিয়ে দেয়৷ যে রাজ্যের পুলিশ ও প্রশাসন এই ধর্ষণের ঘটনা অস্বীকার করছে, সেই রাজ্যে নিরপেক্ষ তদন্ত হতে পারেনা, বিচারও হতে পারেনা৷

মঙ্গলবার দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি রামসুব্রহ্মণ্যমের এজলাশে এই মামলার শুনানির সম্ভাবনা আছে৷

হাথরাস-কাণ্ড নিয়ে দ্বিতীয় মামলাটিও করেছেন শীর্ষ আদালতের আর এক আইনজীবী, সি আর জয়সুখি৷ তিনি সরাসরি সংবিধানের ৩৫৬ ধারা প্রয়োগ করে উত্তরপ্রদেশে রাষ্ট্রপতির শাসন জারি করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিতে শীর্ষ আদালতে আর্জি জানিয়েছেন৷ হলফনামায় ওই আইনজীবী বলেছেন, গত বেশ কয়েকমাস যাবৎ উত্তরপ্রদেশে খুন, জখম, রাহাজানি, ডাকাতি এবং ধর্ষণের ঘটনা লাফিয়ে লাফিয়ে বেড়েছে৷ রাজ্যের শাসক দলের বিধায়করাও বেপরোয়াভাবে ধর্ষণ করছেন৷ এই সব ঘটনাতেই প্রমানিত হয়েছে, উত্তরপ্রদেশে আইনের শাসন বহাল রাখতে সরকার পুরোপুরি ব্যর্থ ৷ ওই রাজ্যের বাসিন্দারা নিরাপত্তার অভাব বোধ করছেন৷ রাজ্যবাসীর স্বার্থেই সুপ্রিম কোর্টের উচিত হস্তক্ষেপ করে উত্তরপ্রদেশে রাষ্ট্রপতির শাসনজারি করার নির্দেশ জারি করুক৷ এই মামলার শুনানির দিন এখনও ধার্য হয়নি৷

প্রসঙ্গত, উত্তরপ্রদেশ সরকার হাথরাস-কাণ্ডের CBI তদন্তের সুপারিশ করলেও এখনও এ সম্পর্কিত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়নি৷

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version