Saturday, August 23, 2025

অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ-ই ধন্যবাদ জানালেন দিলীপ ঘোষকে,ঘটনা কী ?

Date:

হঠাৎই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অকুণ্ঠ ধন্যবাদ জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।

কিন্তু ঘটনা কী ? হঠাৎ দিলীপ ঘোষকে কেন এভাবে কৃতজ্ঞতা জানালেন যুব তৃণমূল সভাপতি অভিষেক?

টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লার খুনের ঘটনার পর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ দেগে চলেছে বিজেপি। আর এই কাজ করতে গিয়েই গোলমাল করে ফেলেছেন দিলীপ ঘোষ৷ তিনি এমন এক মন্তব্য করলেন যে, তাঁর দলই পড়েছে অস্বস্তিতে৷

আরও পড়ুন- বঙ্গ-বিজেপি’র মদতেই বঙ্গভঙ্গের বৈঠক আজ, কণাদ দাশগুপ্তর কলম

কী বলেছেন দিলীপবাবু ?
তৃণমূল শাসিত বঙ্গের পুলিশ-প্রশাসনকে বিরুদ্ধে সরব হতে গিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, “উত্তরপ্রদেশ ও বিহারের মতো মাফিয়ারাজ শুরু হয়েছে বাংলায়। এভাবে আইন-শৃঙ্খলার অবনতি হলে পশ্চিমবঙ্গে নির্বাচনই ঠিকভাবে করা যাবে না”৷
দিলীপবাবুর এই কথায় তাঁর দলের অন্দরেই চরম সমস্যা তৈরি হয়েছে৷ সমস্যায় পড়েছে বিজেপি৷
বিজেপির রাজ্য সভাপতি বিজেপি শাসিত ওই দুই রাজ্যের ‘আসল’ চিত্রই সামনে এনে দিয়েছেন বলে কটাক্ষ বিরোধীদের।

আর এই কারনেই তৃণমূল সাংসদ অভিষেক ধন্যবাদ জানালেন দিলীপ ঘোষকে৷ এক টুইটে
অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “তাঁর দলের দখলে থাকা উত্তর প্রদেশ ও শরিকের দখলে থাকা বিহারে বহাল তবিয়তে মাফিয়ারাজ কায়েম রয়েছে। এটা স্বীকার করা জন্য দিলীপ ঘোষকে অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ।”

অভিষেকের এই ট্যুইটের প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ এখনও মুখ খোলেননি। ওদিকে দিলীপবাবু” ‘উত্তরপ্রদেশ-বিহারের মতো” মন্তব্য এখন রাজ্য-রাজনীতিতে ‘হটকেক’৷

Related articles

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...

ঝাঁপ বন্ধ হচ্ছে ২১৫ জামাত-এ-ইসলামের স্কুলের, সিদ্ধান্ত কাশ্মীর সরকারের

সীমান্ত পেরিয়ে ভারতীয় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আবার নিজেদের নিরাপদ আশ্রয়ে সেঁধিয়ে গিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। চোর...

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...

কাদের নিয়ে দুর্নীতি থামাবেন: বিজেপির চার মহারথীর তথ্য তুলে তুলোধনা তৃণমূলের

দুর্নীতি দমনে মোদির মিথ্যাচার বারবার ফাঁস করেছে তৃণমূলই। অথচ বারবার বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে অন্য দলের নেতারা যেভাবে...
Exit mobile version