Thursday, November 6, 2025

এসব মেয়েদের দেহ তো ক্ষেতেই পাওয়া যাবে! জঘন্য মন্তব্য বিজেপি নেতার

Date:

হাথরাসের নির্যাতিতা দলিত কন্যা সম্পর্কে কুৎসিত ইঙ্গিত করলেন বিজেপি নেতা রঞ্জিত শ্রীবাস্তব। গেরুয়া শিবিরের এই বিকৃতমনস্ক নেতা বলেন, এইসব মেয়েদের দেহ ক্ষেতে পাওয়া যাবে না তো কোথায় পাওয়া যাবে? মহিলাদের প্রতি এধরনের অসম্মানজনক ও জঘন্য মন্তব্য করার দায়ে এই ব্যক্তিকে নোটিস পাঠাল জাতীয় মহিলা কমিশন। ২৬ অক্টোবরের মধ্যে বিজেপি নেতাকে হাজির থেকে জবাব তলব করেছে কমিশন। মহিলা কমিশনের তরফে টুইট করে জানানো হয়েছে, হাথরাসের নির্যাতিতাকে নিয়ে বিজেপি নেতার মন্তব্য চরম অসম্মানজনক। কমিশনে উপস্থিত হয়ে তাঁর জবাবদিহি চাওয়া হয়েছে।

কী বলেছিলেন এই বিজেপি নেতা? হাথরাস কাণ্ডের প্রতিক্রিয়া দিতে গিয়ে এই ব্যক্তি বলেন, “বাজরার ক্ষেতে কীসের ঘাস কাটতে গিয়েছিল ওই তরুণী? এমন মেয়েদের দেহ তো ক্ষেতের মধ্যেই পাওয়া যাবে।” বিজেপি নেতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। বিতর্কের জেরে অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির। এরপরই নড়েচড়ে বসে জাতীয় মহিলা কমিশন। কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা এই মন্তব্যের তীব্র সমালোচনা করে টুইট করেছেন, “উনি নেতা হওয়ার যোগ্যই নন। কোনও দলেরই নেতা হওয়ার যোগ্যতা নেই তাঁর। এমন নোংরা-বিকৃত মানসিকতার মানুষকে আমি নোটিস পাঠাচ্ছি।”

এদিকে, হাথরাস কাণ্ডে অভিযুক্তদের সমর্থনে সভা করায় প্রাক্তন বিজেপি বিধায়ক সহ ১০০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। নিষেধাজ্ঞা উড়িয়ে নিজের বাড়িতে উচ্চবর্ণের মানুষদের নিয়ে হাথরাসের অভিযুক্তদের সমর্থনে সভা করেছিলেন বিজেপি নেতা রাজবীর সিং পেহেলভান। নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে বিষোদগার করছিলেন তাঁরা। এনিয়ে বিতর্ক বাড়তেই পদক্ষেপ করতে বাধ্য হল যোগী রাজ্যের পুলিশ।

আরও পড়ুন- এক সপ্তাহে ৩ বার! ফের রিলায়েন্সে বিদেশি বিনিয়োগের ঘোষণা

 

Related articles

হরিয়ানায় ভোটার জালিয়াতি: প্রকাশ্যে এসে ব্রাজিলিয়ান ‘মডেল’ বললেন, ভারতেই যাইনি কোনওদিন

হরিয়ানায় ভোটার জালিয়াতিতে যার ছবি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ, সেই ব্রাজিলিয়ান মডেলের (Brazilian  Model) নাম 'ল্যারিসা'। এবার...

লালবাজারে কাছে গাড়ির টুলসের গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড (Fire breaks Out in Kolkata)। বৃহস্পতিবার সকালে লালবাজারের কাছে ২১ নম্বর আর এন মুখার্জি...

সকালে শীতের আমেজ, রাতে পারদ পতনের সম্ভাবনা!

শীতের (Winter) অফিশিয়াল ঘোষণা হোক বা না হোক নভেম্বরের গোড়া থেকেই সকাল রাতে প্রকৃতির হিমেল ছোঁয়ায় শিহরিত হচ্ছে...

তারাসুন্দরীর মঞ্চে ম্যাজিক দেখালেন গার্গী

কুণাল ঘোষ বাংলার নাট্যমঞ্চে ইতিহাসের পাতাকে পুনরুজ্জীবিত করেই এক নতুন ইতিহাস লেখা হল। লিখলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargi Raychowdhuri),...
Exit mobile version