রোগী হিসাবে বিশ্বের সব রেকর্ড ভাঙলেন, লালুকে কটাক্ষ গেরুয়া শিবিরের

পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত লালু প্রসাদকে তুলোধোনা করল বিজেপি। গত ২ বছর ধরে হাসপাতালে চিকিৎসাধীন লালু প্রসাদ যাদব। আরজেডি প্রধান লালুপ্রসাদ রোগী হিসাবে বিশ্বের সব রেকর্ড ভেঙে দিয়েছেন বলে তোপ দাগে বিজেপি। শুধু তাই নয়, হাসপাতাল থেকে তাঁকে দ্রুত জেলের হাসপাতালে পাঠানোর দাবি তুলেছে বিজেপি।


জানা গিয়েছে, ডায়াবেটিস ও হাইপারটেনশনের সমস্যা আছে লালুপ্রসাদ যাদবের। এছাড়াও কিডনির সমস্যা রয়েছে। যার জেরে একাধিক রোগ লালু প্রসাদের শরীরকে দুর্বল করছে।বিহারের রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি আছেন লালুপ্রসাদ যাদব। হাসাতালের পেইং ওয়ার্ড আপাতত তাঁর ঠিকানা। মহামারির প্রথম পর্বে হাসপাতাল থেকে সরিয়ে কেলিস বাংলোর হাসপাতালে রাখা হয়।

প্রসঙ্গত, চলতি মাসেই বিহারে নির্বাচন। নীতীশের জেডিইউ সহ বিজেপির এনডিএ জোটের সঙ্গে লালু প্রসাদের আরজেডির নেতৃত্বাধীন জোটের লড়াই। আরজেডি- র দাবি বিজেপি রাজনৈতিক স্বার্থে লালুর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলছে।

আরও পড়ুন:আলোয়ার গণধর্ষণকাণ্ড: ৪ অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা আদালতের