Sunday, November 9, 2025

‘অটল টানেল’ খোলার ৭২ ঘণ্টা কাটতে না কাটতেই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৩। গত ৩ অক্টোবর হিমাচল প্রদেশের রোটাংয়ে অটল টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই মধ্যে বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেলে গতির লড়াইয়ের ফলে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৩।

টানেলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গতির লড়াই এর ঘটনা। অটল টানেল খোলার পরই হাজার হাজার পর্যটক ও মোটরবাইক আরোহীরা যাতায়াত করেছেন। এদের মধ্যে অনেকেই তীব্রগতিতে প্রতিযোগিতা করে নিজেদের কর্তৃত্ব ফলানোর চেষ্টা করেছেন। আর তার ফলেই ঘটছে দুর্ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কয়েকজন পর্যটক তীব্র গতিতে বাইকে সেলফি তুলছেন।

এই ঘটনার পরে বিআরও চিফ ইঞ্জিনিয়ার কে পি পুরুষোত্তম জানিয়েছেন, গোটা টানেলের মধ্যে কোথাও দাঁড়ানোর নিয়ম নেই। দীর্ঘ টানেলের মধ্যে কেউই ট্রাফিক নিয়ম মেনে চলেননি। ফলে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা।

বিআরও দফতর সূত্রে খবর, টানেলের ভিতর দুর্ঘটনা এড়াতে এবার বসানো হবে ডোপলার ব়্যাডার। এর ফলে লাগামছাড়া গতির গাড়িগুলিকে সহজেই সনাক্ত করা যাবে। এছাড়া স্পিড লিমিট ৪০-৮০ কিলোমিটার করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন দু’ঘণ্টা করে খোলা থাকবে এই টানেল। এই দীর্ঘতম টানেল দেখভালের জন্য সকাল ৯টা থেকে ১০টা ও বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত খোলা রাখার কথা বলা হয়েছে।

১০,০০০ ফুট উঁচুতে ৯.০২ কিলোমিটার লম্বা এই টানেলের মাধ্যমে মানালি ও লাহুল-স্পিতি ভেড়ির মধ্যে যোগাযোগ তৈরি হয়েছে। বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল হল এই অটল টানেল। দীর্ঘ দশ বছর পর অবশেষে সম্পূর্ণ হল মানালি থেকে লেহ সংযোগকারী অটল টানেলের।

আরও পড়ুন-আলোয়ার গণধর্ষণকাণ্ড: ৪ অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা আদালতের

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version