Tuesday, August 26, 2025

এমাসের শেষেই বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী কাজল আগরওয়াল, পাত্র কে?

Date:

করোনা ভাইরাসের আবহেই, বিয়ে সেরেছেন দক্ষিণী তারকা রানা দাগ্গুবাতি। এবার সেই পথেই হাঁটতে চলেছেন আরও এক দক্ষিণী তারকা। ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাধতে চলেছেন কাজল আগরওয়াল। গত মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় টুইট করে একথা জানিয়েছেন তিনি।

মুম্বইয়ের ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে বেশ কিছুদিন ধরেই সম্পর্কে ছিলেন কাজল। মঙ্গলবার সকালেই টুইটারে কাজল লেখেন, ” আগামী ৩০ অক্টোবর মুম্বইয়ে, ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছি আমি। ছোটো করেই অনুষ্ঠান হবে। শুধু দুই পরিবারের সদস্য এবং নিকটাত্মীয়রাই উপস্থিতি থাকবেন। এই অতিমারি আমাদের জীবনে দুশ্চিন্তার ছায়া ফেললেও নিজেদের নতুন সফর শুরু করতে পেরে আমরা খুবই খুশি। এও জানি, আপনারা আমাদের জন্য আনন্দিত।  আমাকে এত বছর ধরে ভালবাসার জন্য ধন্যবাদ। নতুন জীবন শুরু করতে আপনাদের আশীর্বাদ প্রয়োজন।” করোনা পরিস্থিতি না থাকলে বেশ ধুমধাম করেই বিয়েটা সারতেন অভিনেত্রী।

গত মাসেই আশীর্বাদ হয়েছে দুজনের। সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠান দু’দিন ধরে চলবে। মুম্বইয়ের চার্চগেট সংলগ্ন একটি পাঁচ তারা হোটেলে বিয়ের অনুষ্ঠান হবে। কাজলের হবু স্বামী গৌতম কিচলু, একজন ইন্টারনেট উদ্যোগপতি। পাশাপাশি একটি ইন্টেরিয়র ডিজাইন সংস্থার কর্ণধার গৌতম।
অভিনেত্রী আরও জানিয়েছেন, নতুন অধ্যায় শুরু করলেও অভিনয় চালিয়ে যাবেন একই সঙ্গে।

আরও পড়ুন : মুক্তির ৩মাস আগেই শশীকলার ১৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

প্রসঙ্গত, ২০০৪ সালে বলিউড ছবির মাধ্যমেই অভিনয় জগতে প্রবেশ। অমিতাভ বচ্চন, বিবেক ওবেরয়, ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত কিউ হো গয়া না ছবিতে প্রথম অভিনয় করেন কাজল। এরপর তেলুগু ছবি ‘লক্ষ্মী কল্যাণম’ । ১৬ বছরের কেরিয়ারে পঞ্চাশের বেশি তামিল, তেলুগু ও হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০১১ সালে রোহিত শেট্টির ‘সিংহম’ সিরিজের প্রথম ছবিতে অজয় দেবগনের নায়িকা হিসেবে অভিনয় করেন কাজল। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘স্পেশ্যাল ২৬’ অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেন তিনি।

Related articles

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...
Exit mobile version