Tuesday, August 26, 2025

এদিনও যথারীতি ‘নিখোঁজ’ শোভন- বৈশাখী? প্রশ্নের জোয়ার দলের অন্দরে

Date:

দিল্লি এবং বাংলার ওজনদার সব নেতাকে বিজেপি যুব মোর্চার নবান্ন-অভিযানে দেখা গিয়েছে৷ কিন্তু ওই দু’জনকে কোনও ক্যামেরাতেই দেখা যায়নি৷

রাজনৈতিক মহল ধরেই নিয়েছে, দলের সব ধরনের নেতা-নেত্রীরা থাকলেও, বিজেপি’র ‘এত বড়’ কর্মসূচিও ঠাণ্ডা মাথায় এড়িয়ে গিয়েছেন শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷ অথচ দিনকয়েক আগেও ঘটা করে বিজেপির একগাদা নেতার নাম উল্লেখ করে তাঁদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এই জুটি৷ মুখেই থাকলো তথাকথিত ‘কৃতজ্ঞতা’,
কাজের সময় বিজেপি এবারও পেলো না শোভন-বৈশাখীকে৷ অথচ এনারা আনুষ্ঠানিকভাবে
বিজেপি ছেড়েছেন, এমন খবরও নেই৷

 

শোভন-বৈশাখী নবান্ন- অভিযানে যোগ না দেওয়ায় বিজেপির অন্দরেই এদিন প্রশ্নের জোয়ার৷ দলের একাধিক নেতা প্রশ্ন তুলেছেন,
দলের সদস্য হয়েও শোভন কেন এই কর্মসূচি এড়িয়ে গেলেন, তা জানতে এখনই তাঁকে ‘শো-কজ’ করুন দলের শীর্ষ নেতারা৷


দলের সম্মান জড়িত ছিলো যে কর্মসূচি ঘিরে, সেখানেও যারা গরহাজির থাকেন, তাঁরা আদৌ দলের প্রতি দায়বদ্ধ নন৷ তাহলে শোভন-বৈশাখীকে দল এত ‘নম্বর’ দিচ্ছে কেন ? দল বহুদিন আগে থেকেই নিষ্ক্রিয় সদস্যদের ঝাড়াই-বাছাই শুরু করেছে৷ ঝাড়াই-কর্মসূচির আওতায় কেন আসছেন না এই দু’জন? প্রশ্ন উঠেছে, শোভনকে কী দলের নেতারা ‘অরণ্যদেব’ ভাবেন, যে নির্বাচনের সময় পিছন থেকে দলকে সাফল্য এনে দেবেন ? শোভনের থেকে ঢের অভিজ্ঞ নেতা বিজেপিতে আছেন, তাহলে এদের দায় কেন বহন করছে দল ?


এদিন যে চড়া সুরে দলের অন্দরে শোভন-বৈশাখীর সমালোচনা হয়েছে, তাতে জনাকয়েক নেতা এদের আর কতদিন ‘প্রোটেকশন’ দিতে পারেন, সেটাই এখন দেখার৷ এমনই বলছেন দলের একাংশ৷

আরও পড়ুন- সাহিত্যে নোবেল পেলেন আমেরিকান কবি লুইস গ্লাক

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version