ওনাম পরবর্তী কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা ছাপিয়ে গেল মহারাষ্ট্রকে

শনিবার একদিনে করোনা আক্রান্তের সংখ্যা নিরিখে মহারাষ্ট্রকে ছাপিয়ে গেল কেরল। পিনরাই বিজয়নের রাজ্যে শনিবারের তথ্য অনুযায়ী ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৫৫। মহারাষ্ট্রে এদিন আক্রান্ত হন ১১ হাজার ৪১৬ জন। অর্থাৎ স্পষ্ট ওনাম পরবর্তী কেরলে নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

কেরলের রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যার মধ্যে ১০ হাজার ৪৭১ জন স্থানীয় ট্রান্সমিশন থেকে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের মধ্যে ৯৫২ জনের আক্রান্ত হওয়ার সূত্র এখনো জানা যায়নি। এদিন সে রাজ্যে ১১৬ জন স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

সারা দেশের মধ্যে আক্রান্তের সংখ্যা নিরিখে শীর্ষে আছে মহারাষ্ট্র। কিন্তু সেই মহারাষ্ট্রকে এবার পিছনে ফেলে দিল কেরল। রাজ্যগুলির মধ্যে মোট আক্রান্তের সংখ্যা নিরিখে অষ্টম স্থানে আছে কেরল। পশ্চিমবঙ্গ সপ্তমে। কেরলে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৯ হাজার ৮৫৬ জন। মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ১৭ হাজার ৪৩৪ জন।

আরও পড়ুন:যোগীর আবেদন মেনে হাথরসের তদন্তভার হাতে নিল সিবিআই