বয়স একটা সংখ্যা মাত্র, à§­à§®- এ ‘ইয়ং ম্যান’ বিগবি

বয়স শুধুমাত্র একটা সংখ্যা। কিছু কিছু মানুষ এই কথা বারবার প্রমাণ করেছেন। আজ, রবিবার à§­à§® -এ পা দিলেন অমিতাভ বচ্চন। বলিউডে ঈশ্বরের সমান তিনি।’ইয়ং ম্যান’ এর অনুরাগীরা মনে করেন বিগবি-র বয়স হতে নেই à§· আজও নিজের কাজ এবং দক্ষতা দিয়ে বারবার প্রমাণ করে চলেছেন তিনি।

৭৮-এ এসেও বক্স অফিস হিট অমিতাভ বচ্চন। সিনেমার পর্দা থেকে টেলিভিশনের পর্দা হয়ে ওয়েব সিরিজে সমানতালে কাজ করে চলেছেন বিগ বি। একই সঙ্গে বিজ্ঞাপনেও নজর কেড়েছেন তিনি। তরুণ নায়কদের সঙ্গে তাল মিলিয়ে ক্যামেরার সামনে দাপিয়ে বেড়াচ্ছেন অমিতাভ বচ্চন। রবিবার মধ্যরাত থেকেই অনুরাগীদের আবেগ ভালোবাসা পেয়ে আপ্লুত ডিগ্রি। তাই জন্মদিনের সকালে অনুরাগীদের উদ্দেশ্যে আবেগঘন পোস্ট করলেন অমিতাভ।

আরও পড়ুন:কৃষক বিরোধী টুইট, কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ কর্ণাটকের এক আদালতের