Sunday, November 9, 2025

হাসির খোরাক হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা জারির দাবি জানিয়ে বসলেন রবিবার!

দীর্ঘ সাত মাস পরে নিজের কেন্দ্র আসানসোলে ফিরেছিলেন। কোভিড ছিল যে! কিন্তু কোনও খবরে আসেননি। অথচ খবরে না থাকলে রাজভবনের সম্মানীয় ব্যক্তিটির মতো তাঁরও আজকাল উইথড্রল সিন্ড্রোম হয়। তাই ফিরে গিয়েই বলে বসলেন বাংলায় ৩৫৬ ধারা জারি করার পরিবেশ তৈরি হয়েছে। কারণ কী? এক, মণীশ শুক্লা নামে এক বিজেপি কর্মী খুন হয়েছে। যার বিরুদ্ধে নয় নয় করে এক ডজন মামলা রয়েছে। আর দুই, আল কায়েদা জঙ্গিদের এ রাজ্য থেকে ধরা হয়েছে। এটা আসলে জঙ্গিদের ডেন! এই দুই ঘটনাই নাকি ৩৫৬ ধারা জারির পক্ষে যথেষ্ট!

পাল্টা এবং যথাযথ ভাবেই অধ্যাপক এবং তৃণমূল সাংসদ সৌগত বন্দ্যোপাধ্যায় জবাব দিয়েছেন। তিনি কী বললেন?

১. বাবুল গান-বাজনা করতেন। এতসব রাষ্ট্রবিজ্ঞানের কথা ওর জানার কথা নয়। ওকে দোষ দিই না।

২. ৩৫৬ ধারার আগে ৩৫৫ ধারা আছে। সেই ধারাকে আগে স্যাটিসফাই করতে হয়। সেটা ওর জেনে নেওয়া উচিত।

৩. একটা মণীশ খুনের জন্য যদি রাজ্যে ৩৫৬ ধারা জারির প্রশ্ন ওঠে, তাহলে বলতে হয়, এক বাহুবলী ৮ পুলিশ কর্মীকে মেরেছিল উত্তরপ্রদেশে। আবার অপরাধীরা যাতে পর্দার আড়ালের মানুষগুলোর নাম না বলে দেয়, তারজন্য অপরাধীদেরও খুন করা হলো। তাহলে তো যোগীর রাজ্যে তিনবার রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত!

৪. আল কায়দা জঙ্গি রাজ্যে ধরা পড়েছে। তারা এলো কোথা দিয়ে? সীমান্ত পেরিয়ে। সেই সীমান্তের পাহারাদার কে? বিএসএফ। বিএসএফ কাদের দায়িত্বে? কেন্দ্রের। তাহলে কেন্দ্রের বাহিনী কি জেগে ঘুমোচ্ছিল? নাকি ওদের ঢুকতে দেওয়া হয়েছিল রাজ্যকে বদনাম করার উদ্দেশ্য নিয়ে?

রবিবারের ছুটির দিনে বেশ হাসির খোরাক হয়েছেন আসানসোলের সাংসদ। যে দাবি রাজ্য বিজেপি সভাপতি তোলেননি, অমিত শাহ তোলেননি, নরেন্দ্র মোদি তোলেননি, সেই দাবি তুলে বাবুল বুঝিয়ে দিলেন তিনি এখনও রাজনীতিতে ‘নভিশ’ই। বহু পথ পেরোতে হবে। ওর বরং গাওয়া উচিত সুমনের সেই গান, ‘কতোটা পথ পেরলে তবে…’।

আরও পড়ুন:দিলীপ ব্যস্ত জেলায়, কেন্দ্রীয় নেতারা রাজভবনে ব্যস্ত ছবি তুলতে

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version