Sunday, November 9, 2025

হাজার বিধিনিষেধ পেরিয়েও মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার তরুণী

Date:

ফের মেট্রো আত্মহত্যার চেষ্টা। রবিবার সকালে বেলগাছিয়া স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক তরুণী। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ডাউন লাইনে মেট্রো চলাচল। সুত্রের খবর, ওই তরুণী সামান্য আহত হয়েছেন। তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন : ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, দুর্গাপুজোর আগেই আছড়ে পড়বে গতি!

এদিন পরিষেবা শুরুর কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেট্রোকর্মীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে সব রকমের ব্যবস্থা শুরু করেন তাঁরা। মেট্রো সূত্রে খবর, এ দিন সকালের ওই ঘটনার পর সাময়িক ভাবে পরিষেবা ব্যাহত হলেও কিছুক্ষণের মধ্যে তা স্বাভাবিক হয়।

আরও পড়ুন : লকডাউনে ঘরে বসে পেয়ে যাবেন আধার কার্ড, কেমন করে জানেন?

রবিবার মেট্রো স্টেশন অন্যান্য দিনের চেয়ে ফাঁকাই থাকে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ দমদম ও কবি সুভাষের মধ্যে থমকে যায় মেট্রো চলাচল। সকাল ১১.৩৫ থেকে ১২.২০ পর্যন্ত ব্যাহত থাকে মেট্রো চলাচল। যার জেরে সমস্যায় পড়তে হয় যাত্রীদের।

রবিবার ছুটির দিন থাকায় এমনিতে দেরিতে শুরু হয় মেট্রো চলাচল। তার ওপর করোনা আবহে বর্তমানে লাগু হয়েছে একাধিক নিয়ম। শুধু স্মার্টকার্ডেই নয়, মেট্রো চড়তে হলে অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে স্লট বুক করে ই-পাস নিয়ে তবেই স্টেশনে প্রবেশ করতে পারেন যাত্রীরা। এত কিছু বিধি নিষেধ পেরিয়েও, কীভাবে ওই যাত্রী এই ঘটনা ঘটাতে পারলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে যাত্রী সুরক্ষায় মেট্রো কর্তৃপক্ষের ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version