Sunday, May 4, 2025

প্রতিবছর, বেশ ধুমধাম করেই দুর্গাপুজো হয় মুম্বাইয়ের মুখার্জী পরিবারে। সারা বছর কাজের চাপে দেখা না হলেও, দুর্গাপুজো উপলক্ষে একত্রিত হন রানি মুখার্জী, কাজল, তনুশ্রীরা। নিজে হাতে ভোগ পরিবেশন করেন কাজল ও স্বামী অজয় দেবগন।

কিন্তু এবছর সেই ছন্দে একটু ভাটা পড়েছে। মুখার্জী বাড়িতে পুজো হচ্ছে ঠিকই। তবে এইবছর বাড়ির পুজোয় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেবগন পরিবার। কেন? প্রথম কারণ অবশ্যই করোনা ভাইরাস। আর দ্বিতীয় কারণ, পরিবারের এক সদস্যের মৃত্যু।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর রাতে মৃত্যু হয় অজয় দেবগনের তুতো ভাই অনিল দেবগনের। বয়স হয়েছিল ৪৫ বছর। নিজের সোশ্যাল হ্যান্ডেলে খবরটা জানিয়েছিলেন অজয় দেবগন নিজেই। প্রেম প্রকাশ দেবগনের ছেলে ছিলেন অনিল। ১৯৯৬ সালে জিত-এ সহকারি পরিচালক হিসেবে বলিউডে পা রাখেন তিনি। এরপর, অজয় অভিনীত রাজু চাচা, ব্ল্যাকমেল-সহ বলিউডের একাধিক ছবিতে পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। ২০১২ সালে, সন অফ সর্দার-এ ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেন অনিল দেবগন।

আরও পড়ুন : নিউ নর্মালে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুজোর আয়োজন আগরতলা ছাত্রবন্ধু ক্লাবের

ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন অজয় ও কাজল। গত ৯ তারিখ ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন কাজল। লেখেন, ” এবছর কোনও পুজো নয়। কিন্তু আমি জানি মা ওপর থেকে আমাদের সবাইকে দেখছেন। এই পরিস্থিতিতে সত্যিই ভগবানকে খুব দরকার। ”

প্রসঙ্গত, টলিউডে যেমন মল্লিক বাড়ির দুর্গাপুজো ঐতিহ্যময়, তেমনই বলিউডে মুখার্জি পরিবারের দুর্গাপুজো খুবই বিখ্যাত। কিন্তু, এবছর এই দুই বাড়ির উৎসবেই ভাটা পড়েছে। করোনা আবহে টলিউডের মল্লিক বাড়ির দুর্গাপুজোতেও এবার জনসাধারণের প্রবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা।

আরও পড়ুন : করোনা আবহে মল্লিক বাড়ির পুজোয় সর্বসাধারণের প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version