Sunday, November 9, 2025

মুম্বইয়ের মুখার্জি পরিবারে এবছর হবে না দুর্গা পুজো, কেন?

Date:

প্রতিবছর, বেশ ধুমধাম করেই দুর্গাপুজো হয় মুম্বাইয়ের মুখার্জী পরিবারে। সারা বছর কাজের চাপে দেখা না হলেও, দুর্গাপুজো উপলক্ষে একত্রিত হন রানি মুখার্জী, কাজল, তনুশ্রীরা। নিজে হাতে ভোগ পরিবেশন করেন কাজল ও স্বামী অজয় দেবগন।

কিন্তু এবছর সেই ছন্দে একটু ভাটা পড়েছে। মুখার্জী বাড়িতে পুজো হচ্ছে ঠিকই। তবে এইবছর বাড়ির পুজোয় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেবগন পরিবার। কেন? প্রথম কারণ অবশ্যই করোনা ভাইরাস। আর দ্বিতীয় কারণ, পরিবারের এক সদস্যের মৃত্যু।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর রাতে মৃত্যু হয় অজয় দেবগনের তুতো ভাই অনিল দেবগনের। বয়স হয়েছিল ৪৫ বছর। নিজের সোশ্যাল হ্যান্ডেলে খবরটা জানিয়েছিলেন অজয় দেবগন নিজেই। প্রেম প্রকাশ দেবগনের ছেলে ছিলেন অনিল। ১৯৯৬ সালে জিত-এ সহকারি পরিচালক হিসেবে বলিউডে পা রাখেন তিনি। এরপর, অজয় অভিনীত রাজু চাচা, ব্ল্যাকমেল-সহ বলিউডের একাধিক ছবিতে পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। ২০১২ সালে, সন অফ সর্দার-এ ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেন অনিল দেবগন।

আরও পড়ুন : নিউ নর্মালে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুজোর আয়োজন আগরতলা ছাত্রবন্ধু ক্লাবের

ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন অজয় ও কাজল। গত ৯ তারিখ ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন কাজল। লেখেন, ” এবছর কোনও পুজো নয়। কিন্তু আমি জানি মা ওপর থেকে আমাদের সবাইকে দেখছেন। এই পরিস্থিতিতে সত্যিই ভগবানকে খুব দরকার। ”

প্রসঙ্গত, টলিউডে যেমন মল্লিক বাড়ির দুর্গাপুজো ঐতিহ্যময়, তেমনই বলিউডে মুখার্জি পরিবারের দুর্গাপুজো খুবই বিখ্যাত। কিন্তু, এবছর এই দুই বাড়ির উৎসবেই ভাটা পড়েছে। করোনা আবহে টলিউডের মল্লিক বাড়ির দুর্গাপুজোতেও এবার জনসাধারণের প্রবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা।

আরও পড়ুন : করোনা আবহে মল্লিক বাড়ির পুজোয় সর্বসাধারণের প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version