কোভিড নেগেটিভ, তবু কোর্টে হাজিরা দিলেন না ছত্রধর

এবার ছত্রধর মাহাতোকে গ্রেফতারের দাবি জানাল এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি। এই নিয়ে তৃতীয়বার আদালতে হাজিরা দিলেন না ছত্রধর।

সোমবার ব্যাঙ্কশাল আদালতে মামলার শুনানি হয়। এনআইয়ের আইনজীবী বলেন, ঝাড়্গ্রাম হাসপাতালে ভর্তি রয়েছেন ছত্রধর। কোভিডে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে নেগেটিভ। তা সত্ত্বেও তিনি আদালতে আসেননি। আমরা তাই তাঁকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

পাল্টা ছত্রধরের আইনজীবী জানান, কোভিডে আক্রান্ত হওয়ার পর রিপোর্ট নেগেটিভ এলেও তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। আদালতে হাজিরা দেওয়ার জন্য ১৬ অক্টোবর পর্যন্ত সময় চাওয়া হয়।

আরও পড়ুন-সরানো হল গণধর্ষণের অভিযোগ, হাথরস মামলা হাতে নিয়েই বিতর্কে সিবিআই

Previous articleরাজ্যে কমলো কোভিড টেস্টের খরচ, পুজোয় নবান্নে কন্ট্রোল রুম: মুখ্যসচিব
Next article৫ রাজ্যে জারি লাল সতর্কতা, কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় গতি ?