Thursday, August 21, 2025

চলতি বছরের মে মাসে গোটা বাংলা তাণ্ডব করেছে ঘূর্ণিঝড় আম্ফান। ঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে গিয়েছিল কলকাতা সহ দুই ২৪ পরগনা। আম্ফানের পর মহারাষ্ট্রে আছড়ে পড়েছিল নিসর্গ। দুই ঘূর্ণিঝড়ের স্মৃতি এখনো টাটকা মানুষের মধ্যে। এরইমধ্যেই, ফের দুর্গাপুজোর আগেই প্রবল বিপর্যয়ের আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর।

সপ্তাহখানেক আগেই আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল, পুজোর আগেই পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘গতি’। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছে, সেটি আরও বেশি শক্তিশালী ঘূর্ণিঝড় গতি’র রূপ নিয়েছে।

আরও পড়ুন : উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য জোড়া খুশির খবর শোনালো মোদি সরকার

পূর্বাভাস অনুযায়ী, গতি, শক্তি বাড়াচ্ছে সমুদ্রবক্ষে। আন্দামান সাগর থেকে এই নিম্নচাপ এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি সঞ্চয় করে এটি উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আনুমানিক ঘন্টায় ১২০ কিলোমিটার গতিবেগে আজ অন্ধপ্রদেশ উপকূল দিয়ে ঘূর্ণিঝড় ‘গতি’ প্রবেশ করবে ভারতের পশ্চিম উপকূলে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের তেমন ক্ষতি না হলেও, আতঙ্ক বেড়েছে অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গনা, ওডিশা, কর্ণাটক, মহারাষ্ট্র – এই পাঁচ রাজ্যের।ঝড়ের ফলে অন্ধ্রপ্রদেশ, ওডিশার উপর দিয়ে ঘণ্টায় ৬৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে পূর্বাভাস রয়েছে। যার কারণে অন্ধ্রপ্রদেশে জারি করা হতে পারে লাল সংকেত। তবে পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়া ও সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা থাকায় মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version