Sunday, November 2, 2025

ফের জ্বর সৌমিত্রর, ভাবাচ্ছে প্রস্টেট ক্যানসার: মেডিক্যাল বুলেটিন

Date:

বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের এমআরআই রিপোর্টে বড় কোনও সমস্যা নেই। তবে ফের জ্বর এসেছে তাঁর। সোমবার, সন্ধের মেডিক্যাল বুলেটিনে এই কথা জানাল বেলভিউ নার্সিংহোম কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, করোনা সংক্রমণের মাত্রাও ততটা আশঙ্কাজনক নয়, তবে সেটা মৃদু নয়, প্রভাব বাড়িয়েছে। সৌমিত্রর স্নায়বিক সমস্যা আগের মতোই রয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, এখনও আচ্ছন্নভাব কাটেনি। অস্থিরতা রয়েছে। মস্তিষ্কে কোন সমস্যা দেখা না দিলেও ঝিমুনি ভাব রয়েছে পুরোমাত্রায়। তবে, দেহের অন্যান্য অঙ্গ ঠিকঠাকই কাজ করছে। ১৫ জন চিকিৎসকের একটি দল সর্বক্ষণ তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রেখে চলেছে। বিশেষ করে অভিনেতার স্নায়বিক সমস্যার ওপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

হাসপাতালের তরফে সোমবার সন্ধেয় জানানো হয়েছে, আপাতত তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট  বা বিপি সাপোর্ট দেওয়া হচ্ছে না। তবে স্নায়বিক সমস্যার উন্নতি না হলে ভেন্টিলেশনের প্রয়োজন হতে পারে। দেহের অধিকাংশ অঙ্গই কাজ করছে।

তবে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রস্টেট ক্যানসার নতুন করে ছড়িয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। সেটি তাঁর ফুসফুস এবং মস্তিষ্কে ছড়িয়ে পড়েছে। সোমবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর মূত্রথলিতেও সংক্রমণ ঘটেছে। ফলে ৮৪ বছরের অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে ফের উদ্বেগ তৈরি করেছে।

কোভিড সংক্রমণের পর থেকেই  বেলভিউ নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। গত শুক্রবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তবে দ্বিতীয় বার প্লাজমা থেরাপির পর সৌমিত্রর অবস্থার সামান্য উন্নতি হয়। যদিও মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, প্রবীণ অভিনেতার শারীরিক অস্থিরতা বেড়েছে। সেই সঙ্গে মাঝেমধ্যেই বিভ্রান্ত এবং উত্তেজিতও হয়ে পড়ছেন তিনি। আর এটাতেই চিন্তায় চিকিৎসকরা।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version