Wednesday, December 17, 2025

কিডনির নার্ভে ‘ওয়েভ শক’ দিয়ে নির্মূল একাধিক রোগ! করোনাকালে চিকিৎসায় নজির কলকাতার

Date:

এবার কিডনির নার্ভে শক দিয়ে নতুন পদ্ধতির চিকিৎসায় সাফল্য পেল কলকাতা। উচ্চ রক্তচাপের চিকিৎসায় পরীক্ষামূলকভাবে ‘রেনাল ডি নার্ভেশন থেরাপি’ পদ্ধতি প্রয়োগ করা হয়। যা দেশের মধ্যেই এই প্রথম।

কীভাবে এই চিকিৎসা করা হয়? চিকিৎসকরা জানিয়েছেন, ‘রেনাল ডি নার্ভেশন থেরাপি’-তে রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ দিয়ে কিডনির ভিতরে থাকা নার্ভকে প্যারালাইসড করে দেওয়া হয়। আর তাতেই উচ্চ রক্তচাপের সমস্যা নির্মূল হচ্ছে। উচ্চ রক্তচাপ ছাড়াও হাইপারটেনশন, ডায়াবেটিক, পেসমেকার আছে, পারিবারিক সুগার রয়েছে, যাঁদের একবার স্ট্রোক হয়ে গিয়েছে, আবারও স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে এই পদ্ধতিতে চিকিৎসা হবে।

করোনাকালে বারবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। এমনকী নন-কোভিড রোগের চিকিৎসা হচ্ছে না, এমন অভিযোগও সামনে এসেছে। সেই পরিস্থিতিতে নতুন চিকিৎসা পদ্ধতি চালু হলো খাস কলকাতায়। ‘রেনাল ডি নার্ভেশন থেরাপি’ প্রথম প্রয়োগ করা হয়েছে, দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে। এই পদ্ধতি প্রয়োগ করার পর ৫৫ বছর বয়সী অমরেন্দু দাসের শরীরের রক্তচাপ স্বাভাবিক হয়েছে। ওই হাসপাতালের সিইও চিকিৎসক রূপক বড়ুয়া। তিনি বলেন, ‘‘সরকার নির্ধারিত দাম ৫ লক্ষ টাকা। চিকিৎসক ও হাসপাতাল খরচ আরও ১ লক্ষ টাকা।

চিকিৎসক প্রকাশ কুমার হাজরা জানান ‘‘এক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টির মতো পদ্ধতি অবলম্বন করা হয়। কুঁচকির ধমনী দিয়ে কিডনির কাছে পৌঁছনো হয়। সেখানকার যে নার্ভগুলি উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয়, সেই নার্ভগুলিতে রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে ওয়েভ শক দেওয়া হয়।’’ এইভাবে সংশ্লিষ্ট নার্ভগুলি ড্যামেজ করে দেওয়া হয় বলে জানান তিনি। এইভাবে নার্ভ অকেজো হয়ে রক্তচাপ স্বাভাবিক করে। এই পদ্ধতিতে স্ট্রোক প্রবণতা নির্মূল হয়। এমনকী ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ডায়ালিসিসের প্রয়োজনীয়তাও কমে বলে জানিয়েছেন চিকিৎসক।

আরও পড়ুন:বেলঘাটায় ভয়ঙ্কর বিস্ফোরণ, উড়ে গেল ক্লাবের ছাদ! তারপর?

Related articles

দলীয় শৃঙ্খলা মেনে চলতেই হবে: দলীয় সাংসদের বৈঠকে কড়া নির্দেশ লোকসভার দলনেতা অভিষেকের

দলীয় শৃঙ্খলা মেনে চলতেই হবে সবাইকে। বুধবার, দিল্লিতে দলীয় সাংসদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

টাকা দিয়েও মিলবে না খাবার! কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে মধ্যরাতে বিক্ষোভে ছাত্রীরা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সরকারের আর্থিক জালিয়াতির অভিযোগ এবার ক্যান্টিনের খাবারে। টাকা নিয়েও ক্যান্টিনে (canteen) খাবার না দেওয়ার নিদান...

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই...

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...
Exit mobile version