Thursday, August 21, 2025

পুজোয় বাড়ি ফেরার হিড়িক, যাত্রী সংখ্যায় রেকর্ড দমদম বিমানবন্দরের

Date:

পুজোর গন্ধে মাতোয়ারা বঙ্গ। প্রতিবারের মতো এবারও শুরু হয়ে গিয়েছে ভিন রাজ্যে কর্মরত বাঙালির ঘরে ফেরার পর্ব। এদিকে সেই লকডাউনের সময় থেকে কার্যত বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা। ফলে বাড়ি ফিরতে একমাত্র উপায় আকাশপথ। যার জেরেই ফিরতি পথ ধরা বাঙালিকে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে দমদম বিমানবন্দরকে। দমদমের নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে রেকর্ড সংখ্যক যাত্রীর আগমন ঘটেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে দমদম বিমানবন্দরে দৈনিক গড় যাত্রী সংখ্যা ১৫ থেকে ২০ হাজার ছুঁয়েছিল। সোমবার সেই সংখ্যাটাই ৩৩ হাজার ছাড়িয়ে গিয়েছে।

লকডাউন পর্ব কাটিয়ে গত ২৮ মে থেকে দেশজুড়ে শুরু হয়েছিল অন্তর্দেশীয় বিমান পরিষেবা। এদিকে ট্রেন বন্ধ থাকায় পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই ঝুঁকেছেন বিমান পরিসেবার দিকে। ফলস্বরূপ অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে বিমান যাত্রীর সংখ্যা। বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার অন্তর্দেশীয় বিমান কলকাতা এসেছে ১২৯ টি তাতে যাত্রী সংখ্যা ছিল ১৪,৬৮৮। পাশাপাশি কলকাতা থেকে দেশের বিভিন্ন শহরে ১৩৩ টি বিমান উড়ে গিয়েছে। সেখানে যাত্রীসংখ্যা ১৯,১১০। লকডাউন পরিস্থিতির পর বিমান পরিষেবা কতখানি প্রয়োজনীয় হয়ে উঠেছে তা এই তথ্যেই স্পষ্ট। জানা গিয়েছে, যে সমস্ত যাত্রী বর্তমানে বিমানে যাতায়াত করছেন তাদের ৭০ শতাংশই প্রথমবার বিমানে উঠছেন।

এদিকে অন্তর্দেশীয় বিমানের যাত্রী সংখ্যা এভাবে ব্যাপক বৃদ্ধি পাওয়ায় লাভের মুখ দেখছেন এয়ারলাইন্স সংস্থাগুলি। বর্তমানে সপ্তাহে তিন দিন কলকাতার সঙ্গে দিল্লি, মুম্বই, চেন্নাই, আমেদাবাদ, পুণে ও নাগপুরের মধ্যে বিমান যোগাযোগ চালু রয়েছে। পরিস্থিতি যা তাতে বিমান সংখ্যা বাড়ানোর বিষয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে। পুজোর মরশুম উপলক্ষে যাত্রী সংখ্যাও বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যে ফেরার পাশাপাশি পুজা উপলক্ষে ভিন রাজ্যে বেড়াতে যাচ্ছেন বহু মানুষ। সব মিলিয়ে ট্রেন বন্ধ থাকায় রাজ্যে পুজো উপলক্ষে যাত্রী পরিষেবায় বড়সড় লাভের মুখ দেখছেন বিমান সংস্থাগুলি।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version