Tuesday, May 6, 2025

দিন তিনেক ধরেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে তেলঙ্গানার বিভিন্ন জায়গায়। যার জেরে সেখানকার জনজীবন বিপর্যস্ত।
গভীর নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হায়দারাবাদে । বৃষ্টির জেরে অন্ধপ্রদেশে হাই এলার্ট জারি করা হলো। আবহাওয়া দফতর আগামী ৪৮ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে । বিশাখাপত্তনমে জলের তোড়ে ভেসে যাচ্ছে মানুষ, ভেসে যাচ্ছে গাড়ি। রাস্তা দিয়ে বইছে জলস্রোত। বাড়ির ছাদে আটকে রয়েছেন সাধারণ মানুষ, নিচে থৈথৈ করছে শুধু জল। পরিস্থিতি এতটাই খারাপ যে আগামীকাল পর্যন্ত স্কুল, কলেজ এমনকি অফিস ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন।
বৃষ্টির জেরে মঙ্গলবার রাতে পুরাতন হায়দরাবাদের একটি কম্পাউন্ডের দেওয়াল ভেঙে পড়ে। যার জেরে ৩ শিশু-সহ ৯ জনের মৃত্যু হয়েছে।
প্রবল বৃষ্টিতে গত ৪৮ ঘণ্টায় তেলঙ্গানাতে মোট ১২ জনের মৃত্যু হয়েছে । এখনও পর্যন্ত ১৪টি জেলা ক্ষতিগ্রস্ত। হায়দরাবাদের বিভিন্ন এলাকাতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ১৫০ টি বহুতল খালি করা হচ্ছে। বেগম বাজার, খৈরতাবাদ, বেগমপেট, টলিচৌকি, মেহেদিপট্টনমের মতো অপেক্ষাকৃত নিচু এলাকার অবস্থা খুব সঙ্গীন। হুসেন সাগরের জলস্তর বেড়ে যাওয়াতেও আশেপাশের রাস্তা জলমগ্ন হয়েছে।প্রশাসনের
তরফে সাধারণ মানুষকে বাড়ির বাইরে বাইরে যেতে বারণ করা হয়েছে।এই প্রবল বৃষ্টির জেরে হায়দরাবাদের হিমায়ত সাগর বাঁধের সব গেট খুলে দেওয়া হয়েছে।


হায়দরাবাদ লোকসভার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি ট্যুইট করে জানিয়েছেন, ‘#HyderabadRains। বান্দলাগুড়ার মহাম্মেডিয়া হিলসে একটি ব্যক্তিগত সীমানার দেওয়াল ভেঙে পড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। ২ জন জখম হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। যাওয়ার পথে শামশাবাদে দাঁড়িয়ে থাকা বাসযাত্রীদের লিফট দিই। এখন আমি তালাবকাট্টা ও ইয়েসরাব নগরে যাচ্ছি।’বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে অতি ভারী বৃষ্টি চলছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও ওডিশায়। অন্ধ্রপ্রদেশের একশোরও বেশি এলাকায় à§§à§§ থেকে ২৪ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে।

Related articles

আগামী দু-সপ্তাহ ভাঙা যাবে না এলগিন রোডের তিনটি ছাদ রেস্তরাঁ! পুরসভাকে নির্দেশ হাইকোর্টের

ম্যাগমা হাউসের পর এবার এলগিন রোডের তিনটি জনপ্রিয় ছাদ রেস্তরাঁ— ‘ড্রাঙ্কেন টেডি’, ‘রোমানিয়া’ ও ‘স্ক্র্যাপ ইয়ার্ড’-এর ভাঙার উপর...

বাংলার বাড়ি প্রকল্পে বড় পদক্ষেপ, মে মাসেই দ্বিতীয় কিস্তি পাচ্ছেন ১২ লক্ষ উপভোক্তা

রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আসছে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি মে মাসেই এই প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তার হাতে পৌঁছে...

ধোনিকে নিয়ে চিন্তিত নয় নাইট শিবির, ব্যাটারদের নিয়ে আত্মবিশ্বাসী পন্ডিত

আইপিএলের(IPL) প্লেঅফের(Play Off) আশা জিইয়ে রাখতে হলে শেষ তিনটি ম্যাচেই জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। সেখানেই বুধবার চেন্নাই...

শবরীমালায় যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পায়ে হেঁটে ওঠার সম্ভাবনা

ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে কেরালার শবরীমালা মন্দির (Sabarimala temple) পরিদর্শনে যাচ্ছেন দ্রোপদী মুর্মু (Draupadi Murmu)। রাষ্ট্রপতির এই সফর...
Exit mobile version