Thursday, August 21, 2025

চিন বিরোধী আবেগ উসকে নির্বাচনী প্রচারে উত্তাপ ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে কার্যত চিনের দালাল প্রতিপন্ন করতে নেমেছেন তিনি। শেষ বেলার নির্বাচনী প্রচারে আমেরিকানদের তাতিয়ে ট্রাম্প বলছেন, বাইডেন জেতা মানে করোনা ছড়ানো দেশ চিনের জয়। ডোনাল্ড ট্রাম্পের কথায়, আমি যদি এবার নির্বাচিত না হই, তাহলে চিন ২০ দিনেরও কম সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কব্জা করে নেবে।

একইসঙ্গে, নির্বাচনী প্রচারে করোনা প্রতিষেধক নিয়ে ভোটারদের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড -১৯ এর নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন দ্রুত এসে যাবে। দেশের কর্পোরেট জগতকে ট্রাম্পের আশ্বাস, তিনি পুনরায় নির্বাচিত হলে আরও একবার উন্নয়নের পথে হাঁটবে মার্কিন যুক্তরাষ্ট্র৷ ট্রাম্পের দাবি, বিশ্বজুড়ে চিন ভাইরাস ছড়িয়ে দিয়েছে এবং কেবল ট্রাম্প প্রশাসনই এর যথাযথ প্রত্যুত্তর দিতে পারে।

নিউইয়র্ক, শিকাগো, ফ্লোরিডা, পিটসবার্গ, শোবোগান, ওয়াশিংটন ডিসি-র ইকোনমিক ক্লাবের উদ্দেশ্য হোয়াইট হাউস থেকে ট্রাম্প বলেছেন, আমেরিকাবাসীর সামনে দু’টি পথ খোলা রয়েছে। একটি হল আমার আমেরিকানপন্থী নীতি যার মাধ্যমে দেশে ঐতিহাসিক সমৃদ্ধি আসবে, আর অন্যদিকে উগ্র বামপন্থী মতামতে বিরাট দারিদ্র্য ও মন্দার সৃষ্টি হবে। এর আগে পেনসিলভেনিয়ায় তাঁর সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, আমি মার্কিন প্রেসিডেন্ট রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছি। ট্রাম্প স্মরণ করান, কীভাবে জো বাইডেন তাঁর বক্তৃতার মাঝে প্রাক্তন রাষ্ট্রপতি প্রার্থী মিট রোমনির নাম ভুলে গিয়েছিলেন। ট্রাম্পের মন্তব্য, বাইডেন জেতা মানে চিনের জয়। সেইসঙ্গে অন্যান্য বামপন্থী দেশের জয়। আর এরা প্রত্যেকেই আমাদের ক্ষতি করবে। আর আমরা যদি জিতি তবে আপনি জিতবেন, পেনসিলভেনিয়া জিতবে এবং গোটা আমেরিকা জিতবে।

আরও পড়ুন- গার্হস্থ্য হিংসা মামলা চলাকালীন শ্বশুরবাড়িতে পুত্রবধূর থাকা আইনত বৈধ : সুপ্রিম কোর্ট

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version