Sunday, November 9, 2025

বাইডেন জিতলে চিন কব্জা করবে যুক্তরাষ্ট্রকে, সতর্ক করলেন ট্রাম্প

Date:

চিন বিরোধী আবেগ উসকে নির্বাচনী প্রচারে উত্তাপ ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে কার্যত চিনের দালাল প্রতিপন্ন করতে নেমেছেন তিনি। শেষ বেলার নির্বাচনী প্রচারে আমেরিকানদের তাতিয়ে ট্রাম্প বলছেন, বাইডেন জেতা মানে করোনা ছড়ানো দেশ চিনের জয়। ডোনাল্ড ট্রাম্পের কথায়, আমি যদি এবার নির্বাচিত না হই, তাহলে চিন ২০ দিনেরও কম সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কব্জা করে নেবে।

একইসঙ্গে, নির্বাচনী প্রচারে করোনা প্রতিষেধক নিয়ে ভোটারদের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড -১৯ এর নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন দ্রুত এসে যাবে। দেশের কর্পোরেট জগতকে ট্রাম্পের আশ্বাস, তিনি পুনরায় নির্বাচিত হলে আরও একবার উন্নয়নের পথে হাঁটবে মার্কিন যুক্তরাষ্ট্র৷ ট্রাম্পের দাবি, বিশ্বজুড়ে চিন ভাইরাস ছড়িয়ে দিয়েছে এবং কেবল ট্রাম্প প্রশাসনই এর যথাযথ প্রত্যুত্তর দিতে পারে।

নিউইয়র্ক, শিকাগো, ফ্লোরিডা, পিটসবার্গ, শোবোগান, ওয়াশিংটন ডিসি-র ইকোনমিক ক্লাবের উদ্দেশ্য হোয়াইট হাউস থেকে ট্রাম্প বলেছেন, আমেরিকাবাসীর সামনে দু’টি পথ খোলা রয়েছে। একটি হল আমার আমেরিকানপন্থী নীতি যার মাধ্যমে দেশে ঐতিহাসিক সমৃদ্ধি আসবে, আর অন্যদিকে উগ্র বামপন্থী মতামতে বিরাট দারিদ্র্য ও মন্দার সৃষ্টি হবে। এর আগে পেনসিলভেনিয়ায় তাঁর সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, আমি মার্কিন প্রেসিডেন্ট রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছি। ট্রাম্প স্মরণ করান, কীভাবে জো বাইডেন তাঁর বক্তৃতার মাঝে প্রাক্তন রাষ্ট্রপতি প্রার্থী মিট রোমনির নাম ভুলে গিয়েছিলেন। ট্রাম্পের মন্তব্য, বাইডেন জেতা মানে চিনের জয়। সেইসঙ্গে অন্যান্য বামপন্থী দেশের জয়। আর এরা প্রত্যেকেই আমাদের ক্ষতি করবে। আর আমরা যদি জিতি তবে আপনি জিতবেন, পেনসিলভেনিয়া জিতবে এবং গোটা আমেরিকা জিতবে।

আরও পড়ুন- গার্হস্থ্য হিংসা মামলা চলাকালীন শ্বশুরবাড়িতে পুত্রবধূর থাকা আইনত বৈধ : সুপ্রিম কোর্ট

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version