Sunday, May 4, 2025

চিন বিরোধী আবেগ উসকে নির্বাচনী প্রচারে উত্তাপ ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে কার্যত চিনের দালাল প্রতিপন্ন করতে নেমেছেন তিনি। শেষ বেলার নির্বাচনী প্রচারে আমেরিকানদের তাতিয়ে ট্রাম্প বলছেন, বাইডেন জেতা মানে করোনা ছড়ানো দেশ চিনের জয়। ডোনাল্ড ট্রাম্পের কথায়, আমি যদি এবার নির্বাচিত না হই, তাহলে চিন ২০ দিনেরও কম সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কব্জা করে নেবে।

একইসঙ্গে, নির্বাচনী প্রচারে করোনা প্রতিষেধক নিয়ে ভোটারদের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড -১৯ এর নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন দ্রুত এসে যাবে। দেশের কর্পোরেট জগতকে ট্রাম্পের আশ্বাস, তিনি পুনরায় নির্বাচিত হলে আরও একবার উন্নয়নের পথে হাঁটবে মার্কিন যুক্তরাষ্ট্র৷ ট্রাম্পের দাবি, বিশ্বজুড়ে চিন ভাইরাস ছড়িয়ে দিয়েছে এবং কেবল ট্রাম্প প্রশাসনই এর যথাযথ প্রত্যুত্তর দিতে পারে।

নিউইয়র্ক, শিকাগো, ফ্লোরিডা, পিটসবার্গ, শোবোগান, ওয়াশিংটন ডিসি-র ইকোনমিক ক্লাবের উদ্দেশ্য হোয়াইট হাউস থেকে ট্রাম্প বলেছেন, আমেরিকাবাসীর সামনে দু’টি পথ খোলা রয়েছে। একটি হল আমার আমেরিকানপন্থী নীতি যার মাধ্যমে দেশে ঐতিহাসিক সমৃদ্ধি আসবে, আর অন্যদিকে উগ্র বামপন্থী মতামতে বিরাট দারিদ্র্য ও মন্দার সৃষ্টি হবে। এর আগে পেনসিলভেনিয়ায় তাঁর সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, আমি মার্কিন প্রেসিডেন্ট রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছি। ট্রাম্প স্মরণ করান, কীভাবে জো বাইডেন তাঁর বক্তৃতার মাঝে প্রাক্তন রাষ্ট্রপতি প্রার্থী মিট রোমনির নাম ভুলে গিয়েছিলেন। ট্রাম্পের মন্তব্য, বাইডেন জেতা মানে চিনের জয়। সেইসঙ্গে অন্যান্য বামপন্থী দেশের জয়। আর এরা প্রত্যেকেই আমাদের ক্ষতি করবে। আর আমরা যদি জিতি তবে আপনি জিতবেন, পেনসিলভেনিয়া জিতবে এবং গোটা আমেরিকা জিতবে।

আরও পড়ুন- গার্হস্থ্য হিংসা মামলা চলাকালীন শ্বশুরবাড়িতে পুত্রবধূর থাকা আইনত বৈধ : সুপ্রিম কোর্ট

Related articles

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...
Exit mobile version