Thursday, August 21, 2025

করোনায় সংকটে তারাও, দাবি-দাওয়া পুরণে রাজপথে গৃহ-সহায়িকারা

Date:

করোনা পরিস্থিতিতে বাকিদের মতই যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছেন গৃহ সহায়িকারা। যার জেরে এবার করোনা পরিস্থিতির মাঝেই স্বাস্থ্যবিধি মেনে রাস্তায় নামলেন তারা। ঢাকুরিয়া বাস স্ট্যান্ড থেকে গরিয়াহাট পর্যন্ত বুধবার পশ্চিমবঙ্গ গৃহ সহায়িকা ইউনিয়নের ডাকে হল মিছিল। এই মিছিলে একাধিক দাবি তুলেছেন গৃহ-সহায়িকারা।

গৃহ-সহায়িকারা ইউনিয়নের তরফের ডাকা এই মিছিলে গৃহ সহায়িকার জানিয়েছেন, কাজের নিরাপত্তা, বকেয়া বেতন ও উৎসবের সময় বোনাস দিতে হবে তাদের। মিছিলে মাসিক ৭৫০০ টাকা করে আর্থিক সাহায্য ও মাথাপিছু ১০ কেজি করে খাদ্যের দাবিও তোলা হয়েছে। এই মিছিলে উপস্থিত ছিলেন গৃহ সহায়িকা ইউনিয়নের সম্পাদক শিল্পী সরকার, অচ্যুৎ চক্রবর্তী ও সিটু নেতা ইন্দ্রজিৎ ঘোষের মত ব্যক্তিত্বরা। এর পাশাপাশি গৃহ সহায়িকাদের সঙ্গে যে ধরনের দুর্ব্যবহার করা হয় তার বিরুদ্ধেও এই মিছিলে প্রতিবাদ জানিয়েছে তারা।

আরও পড়ুন: কৃষ্ণাকে মাথায় রেখেই বিধাননগর পুরসভা পরিচালনায় প্রশাসকমণ্ডলী

উল্লেখ্য, সম্প্রতি ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটের একটি বাড়িতে করোনা সংক্রমণের কারণে কাজে যোগ দিতে যাননি গৃহ-সহায়িকা। যার জেরে তার বেতন ও বোনাস দিতে অস্বীকার করে বাড়ির মালিক। এই ঘটনার প্রেক্ষিতে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহ-সহায়িকা। গৃহ-সহায়িকা ইউনিয়নের তরফে এ দিন ওই ঘটনার তীব্র নিন্দা করে তাঁর বেতন ও বোনাসের দাবি করা হয়েছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version