Thursday, November 6, 2025

নরেন্দ্র মোদির ছেলের নাম লাদেন! যোগী রাজ্যের ভোটার লিস্টে চক্ষু চড়কগাছ

Date:

সরকারি কর্মীদের বেখেয়ালিপনায় মাঝেমধ্যেই হাস্যকরভাবে সংবাদ শিরোনামে উঠে আসে ভোটার লিস্টের অদ্ভুত সব নাম। এবার সেই তালিকাতেই সংবাদ শিরোনামে উঠে এলো যোগীর রাজ্য উত্তর প্রদেশ। আগামী বছর পঞ্চায়েত নির্বাচন রয়েছে উত্তর প্রদেশে। সেই উপলক্ষে জেলায় জেলায় চলছে জোরকদমে ভোটার লিস্ট তৈরীর কাজ। সেখানেই এবার ধরা পড়ল অদ্ভুত সব নাম। নাম বিভ্রাট এমন পর্যায়ে পৌঁছেছে যে নরেন্দ্র মোদির সন্তান হয়ে গিয়েছে ওসামা বিন লাদেন। তবে এখানেই শেষ নয়, নামের তালিকায় রয়েছেন বারাক ওবামা, অনিল কাপুর, সোনাম কাপুর, মায়াবতী, শিবরাজের মতো ভিভিআইপিরাও। অদ্ভুত এই ভোটার লিস্ট দেখে ভিমরি খাওয়ার জোগাড় হয়েছেন প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি সাধারণ মানুষ।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাইসাহিয়া গ্রামে। নামের এমন বহর দেখে রীতিমতো স্তব্ধ বিএলও অফিসার প্রমিলা দেবী। এই আধিকারিককে এই ভোটার লিস্ট খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে নামের তালিকা হাতে পেয়ে রীতিমতো চমকে ওঠেন তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রমিলা দেবী বলেন, ‘২০১৫ সালের নির্বাচনের আগে শেষবার এই ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল। এরপর গত ৫ অক্টোবর আমার হাতে আসে ভোটার লিস্ট। তালিকা খতিয়ে দেখার সময় বেশ কয়েকটি নাম নিয়ে আমার সন্দেহ জাগে। গতবছর নির্বাচনের আগেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল সেবার অনুসন্ধান করে জানা যায় ওই নামে গ্রামে কেউ থাকেন না।’ ইতিমধ্যেই নয়া এই ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বিজেপির দুর্গাপুজো? কড়া প্রশ্ন পরিবার থেকেই

উল্লেখ্য, ওই গ্রামের যে ভোটার লিস্ট বেরিয়েছে সেখানে দেখা গিয়েছে নরেন্দ্র মোদির ছেলে লাদেন। কোথাও আবার রয়েছে চেক-এর ছেলে পাংখা। সব মিলিয়ে চূড়ান্ত গোলমাল রয়েছে লিস্টে। তবে এই ঘটনা এই প্রথমবার নয়, ২০১৫ সালেও ভোটার লিস্টে অদ্ভুত ধারা নামের কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছিল উত্তরপ্রদেশের ভাইসাহিয়া নামের এই গ্রাম। পাঁচ বছর পর ফের একই গোলযোগের কারণে চিন্তিত প্রশাসন।

Related articles

‘ভোট জিহাদ’! মামদানির জয়কে কটাক্ষ করে বিপাকে বিজেপি নেতা

দেশে নয়, বিদেশেও ভারতীয়দের ধর্মের ভিত্তিতে বিভাজনের সংস্কৃতি গেরুয়া শিবিরের। সেই কারণে নিউ ইয়র্কের (New York) মেয়র নির্বাচনে...

নিউটাউনে ব্যবসায়ী খুনে আজ উত্তরবঙ্গে তদন্তকারীরা, BDO-কে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

বিধাননগর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার খুনের (gold trader killed case in newtown) ঘটনায় নাম জড়িয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি...

যতক্ষণ না বাংলার সব মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজেও করব না: ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ উড়িয়ে জবাব মমতার

বিশেষ নিবিড় সংশোধন (SIR) মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাংলায়। ওই দিনই SIR-এর নামে চক্রান্তের প্রতিবাদে রাজপথে নামেন তৃণমূল...

হরিয়ানায় ভোটার জালিয়াতি: প্রকাশ্যে এসে ব্রাজিলিয়ান ‘মডেল’ বললেন, ভারতেই যাইনি কোনওদিন

হরিয়ানায় ভোটার জালিয়াতিতে যার ছবি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ, সেই ব্রাজিলিয়ান মডেলের (Brazilian  Model) নাম 'ল্যারিসা'। এবার...
Exit mobile version