Tuesday, August 26, 2025

নরেন্দ্র মোদির ছেলের নাম লাদেন! যোগী রাজ্যের ভোটার লিস্টে চক্ষু চড়কগাছ

Date:

সরকারি কর্মীদের বেখেয়ালিপনায় মাঝেমধ্যেই হাস্যকরভাবে সংবাদ শিরোনামে উঠে আসে ভোটার লিস্টের অদ্ভুত সব নাম। এবার সেই তালিকাতেই সংবাদ শিরোনামে উঠে এলো যোগীর রাজ্য উত্তর প্রদেশ। আগামী বছর পঞ্চায়েত নির্বাচন রয়েছে উত্তর প্রদেশে। সেই উপলক্ষে জেলায় জেলায় চলছে জোরকদমে ভোটার লিস্ট তৈরীর কাজ। সেখানেই এবার ধরা পড়ল অদ্ভুত সব নাম। নাম বিভ্রাট এমন পর্যায়ে পৌঁছেছে যে নরেন্দ্র মোদির সন্তান হয়ে গিয়েছে ওসামা বিন লাদেন। তবে এখানেই শেষ নয়, নামের তালিকায় রয়েছেন বারাক ওবামা, অনিল কাপুর, সোনাম কাপুর, মায়াবতী, শিবরাজের মতো ভিভিআইপিরাও। অদ্ভুত এই ভোটার লিস্ট দেখে ভিমরি খাওয়ার জোগাড় হয়েছেন প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি সাধারণ মানুষ।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাইসাহিয়া গ্রামে। নামের এমন বহর দেখে রীতিমতো স্তব্ধ বিএলও অফিসার প্রমিলা দেবী। এই আধিকারিককে এই ভোটার লিস্ট খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে নামের তালিকা হাতে পেয়ে রীতিমতো চমকে ওঠেন তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রমিলা দেবী বলেন, ‘২০১৫ সালের নির্বাচনের আগে শেষবার এই ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল। এরপর গত ৫ অক্টোবর আমার হাতে আসে ভোটার লিস্ট। তালিকা খতিয়ে দেখার সময় বেশ কয়েকটি নাম নিয়ে আমার সন্দেহ জাগে। গতবছর নির্বাচনের আগেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল সেবার অনুসন্ধান করে জানা যায় ওই নামে গ্রামে কেউ থাকেন না।’ ইতিমধ্যেই নয়া এই ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বিজেপির দুর্গাপুজো? কড়া প্রশ্ন পরিবার থেকেই

উল্লেখ্য, ওই গ্রামের যে ভোটার লিস্ট বেরিয়েছে সেখানে দেখা গিয়েছে নরেন্দ্র মোদির ছেলে লাদেন। কোথাও আবার রয়েছে চেক-এর ছেলে পাংখা। সব মিলিয়ে চূড়ান্ত গোলমাল রয়েছে লিস্টে। তবে এই ঘটনা এই প্রথমবার নয়, ২০১৫ সালেও ভোটার লিস্টে অদ্ভুত ধারা নামের কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছিল উত্তরপ্রদেশের ভাইসাহিয়া নামের এই গ্রাম। পাঁচ বছর পর ফের একই গোলযোগের কারণে চিন্তিত প্রশাসন।

Related articles

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...
Exit mobile version