Sunday, August 24, 2025

লাদাখের তীব্র ঠান্ডায় বেসামাল লালফৌজ, বেঘোরে মারা পড়ছে চিনের জওয়ানরা

Date:

উত্তর-পূর্ব ভারতের লাদাখকে কেন্দ্র করে বিগত কয়েক মাস ধরে উত্তেজনা জারি রয়েছে ভারত ও চিনের মধ্যে। ঘটেছে হতাহতের ঘটনাও। তবে লাদাখের খেয়ালি প্রকৃতির নিষ্ঠুরতা ভারত সামলে নিতে পারলেও চিনের জন্য ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। লাদাখের তীব্র ঠাণ্ডায় রীতিমতো কাবু হয়ে পড়েছে লালফৌজ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে হিমাঙ্কের নিচে নেমে যাওয়া তাপমাত্রা সহ্য করতে না পেরে উপত্যকায় মারা পড়ছে চিনের সেনা জওয়ানরা। আবহাওয়ার খামখেয়ালিপনায় অসুস্থ হয়ে পড়েছেন তাদের বহু সেনা জওয়ান।

আগ্রাসন নীতি কায়েম করে বিগত কয়েক মাস ধরে উত্তর পূর্ব সীমান্তের প্যাংগং লেকের উত্তর এলাকা অধিকার করে বসে রয়েছে চিনের পিপল লিবারেশন আর্মি। তবে লাদাখের গ্রীষ্মকালীন তাপমাত্রা ও শীতকালীন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকখানি। এদিকে সিয়াচেনের হাড় কাঁপানো ঠান্ডায় বিশেষ প্রশিক্ষণ নেওয়া ভারতীয় জওয়ানদের কাছে লাদাখের আবহাওয়া সামাল দেওয়া খুব একটা কঠিন বিষয় নয়। তবে চিনের জওয়ানদের এই ধরনের কোনও প্রশিক্ষণ নেই। যার ফল প্রতি পদে পদে ভুগতে হচ্ছে তাদের। ভারতের সঙ্গে তাল মেলাতে গিয়ে বেঘোরে মারা পড়তে হচ্ছে চিনের সেনাবাহিনীকে। সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছে প্যাংগং লেকের উত্তরে মোতায়েন থাকা চিনের একাধিক সেনা জওয়ানকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে উদ্দেশে। পরিস্থিতি সামাল দিতে রোস্টার পদ্ধতিতে ওই এলাকায় সেনা মোতায়েন করছে চিন প্রশাসন। তবে তাতেও বিশেষ লাভ হচ্ছে না। প্রবল ঠান্ডার জেরে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা।

আরও পড়ুন: অনুদানের টাকা কর্মকর্তাদের বিনোদনে খরচ নয়, দিতে হবে হিসেবে: নির্দেশ হাইকোর্টের

তথ্য অনুযায়ী লাদাখের যে এলাকায় চিনের সেনা মোতায়েন রয়েছে সেখানকার আবহাওয়া রাতে অত্যধিক শীতল হয়ে যায়। তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের অনেকখানি নীচে। এই ধরনের হিমশীতল এলাকায় চিনের পিএলও জওয়ানদের থাকার কোনওরকম পূর্ব অভিজ্ঞতা নেই। ফলে প্রতি পদে পদে বিপদের সম্মুখীন হতে হচ্ছে তাদের। যার জেরেই অনুমান করা হচ্ছে লাদাখের শীতকালীন পরিস্থিতিতে যুদ্ধ তো অনেক দূর, প্রবল ঠান্ডার কারণে চিনের সেনাবাহিনীর হতাহতের ঘটনা অনেকটাই বাড়তে পারে লাদাখে।

Related articles

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...
Exit mobile version