Sunday, November 16, 2025

প্রকাশ্য দিবালোকে চলল গুলি। মৃত্যু একজনের। কাঠগড়ায় বিজেপি নেতা। ফের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে উত্তপ্রদেশ সরকারের কাছে। দিবালোকে গুলি চলার গোটা ঘটনাটি ঘটেছে ওই রাজ্যের এক শীর্ষ আধিকারিকের সামনে। জানা গিয়েছে, ওই আধিকারিক ও এক পুলিশকর্তাকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু এখনও পর্যন্ত গুলি চলার ঘটানায় গ্রেফতার করা হয়নি কাউকে।

সূত্রের খবর, বৃহস্পতিবার উত্তপ্রদেশের বালিয়াতে রেশনের ডিলারশিপ বণ্টন নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষসহ স্থানীয় নেতারাও। বৈঠক চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বিবাদ। গুলি পর্যন্ত চলে সেখানে। একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি ফাঁকা মাঠে বহু মানুষ নিজেদের প্রাণ বাঁচাতে এক প্রান্ত থেকে আরেকপ্রান্ত ছুটতে শুরু করে। সেই সঙ্গে শোনা যায় গুলির আওয়াজ। এই গোটা ঘটনাটির ভিডিও শেয়ার করেছে একটি সংবাদমাধ্যম।

পুলিশ সূত্রের খবর, ওই এলাকায় ৩ রাউন্ড গুলি চলে। আর তাতেই জয়প্রকাশ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুলি চালানোর অভিযোগ, ধীরেন্দ্র সিং নামের এক স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে। যিনি স্থানীয় বিধায়ক সুরেন্দ্র সিংয়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। একথা কথা স্বীকার করেছেন খোদ সুরেন্দ্র সিং। জানিয়েছেন, অভিযুক্ত ধীরেন্দ্র সিং ওই এলাকার বিজেপির প্রাক্তন চাকরিজীবী সেলের নেতা। যদিও, এই ঘটনাকে নেহাতই আর পাঁচটা সাধারণ ঘটনার মতো বলেই উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন বিজেপি বিধায়ক। তিনি বলছেন, এই ধরনের ঘটনা ঘটেই থাকে। আইন আইনের পথে চলবে। এই ঘটনায় ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা রুজু হলেও, কাউকে গ্রেফতার করা যায়নি।

যোগীর রাজ্যে নারী- নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গিয়েছে।

আরও পড়ুন-জানুয়ারিতেই কংগ্রেসে শুরু হতে চলেছে রাহুল- প্রিয়াঙ্কা যুগ ! চলছে ঘর গোছানোর পর্ব

Related articles

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...
Exit mobile version