Friday, November 14, 2025
সুমনা আদক, ইউনাইটেড কিংডম

২০২০-র সংকটময় পরিস্থিতিতে কলকাতার পাশাপাশি ব্রিটেনেও এবারের দুর্গাপুজোর হুজুগটা অনেক কম। কেমব্রিজ, কার্ডিফ, গ্লাসগো, এডিনবার্গের পুজো বন্ধের খবরটা ব্রিটেনের অনেক বাঙালির এবারে স্বপ্নভঙ্গ বলা চলে। এমন বিষন্ন সময়ে দাঁড়িয়েও লন্ডনের শারদীয়ার রেশটা সেই চল্লিশ বছর একইভাবে বজায় রাখল “নবারুণ হিন্দু বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন। ”

সময়টা ছিল ১৯৭৬ লন্ডনে বসবাসকারী কিছু বাঙালির উদ্যোগে উমা পাড়ি দিয়েছিলেন ‘নবারুণ বাঙালি কালচারাল অ্যাসোসিয়েশন’-এর পুজো মণ্ডপে। সেই সময়ে বার্মিংহামে এটি ছিল প্রথম দুর্গা পুজো। সাতের দশকে সুদূর কুমারটুলির নন্দলাল পালের প্রতিমা ঠাঁই পায় বার্মিংহামের এই মণ্ডপে। দেখতে দেখতে প্রাচীন এই পুজোটা এতোগুলো বছর ধরে এখানকার বাঙালিদের মনে শারদ উৎসবের আমেজটাকে টিকিয়ে রেখেছে। শোনা যায় সেই সময় পুজো উদ্যোক্তারা তাঁদের পুজো প্রচারের জন্য ম্যানচেস্টার, লিড্স্, শেফিল্ড এর অলি গলিতে হ্যান্ড বিল বিলি করতেন। সত্যি, বাঙালির দুর্গাপুজোকে নিয়ে এতো আবেগ চোখে না দেখলে বিশ্বাস হয়। তাই শারদোৎসবের আবেগটা বরাবরই চিরন্তন।

পরবর্তীকালে ”সেন্ট এডিন চার্চ ” থেকে বর্তমানে বার্মিংহামের ওয়ারউইক রোডের লক্ষ্মী নারায়ণ মন্দিরে ষষ্টির সকালে উমার বোধন হয়, অষ্টমীর অঞ্জলি, সন্ধি পুজো হয়ে, কুমারী পুজো এবং সবশেষে সিঁদুরে রাঙা হওয়া- এ পুজোর ছবিটা বলে দেয় সাগরপারেও রয়েছে একটা ছোট্ট বাংলা। যেখানে আদ্যাশক্তি আহ্বানে পুজোর আনন্দ থেকে প্রসাদ বিতরণ সবেতেই জুড়ে থাকে সাবেকিয়ানা।

দুহাজার কুড়ির কোভিড কালে সরকারি নির্দেশ মেনে, মণ্ডপে জনসমাগনের দিকটা নিয়ে বিশেষ নজর দিয়েছেন পুজো উদ্যোক্তারা। সঙ্কট এখনো কাটেনি ব্রিটেনে। তাই সে কথা মাথায় রেখে এবছর মায়ের ঘট পুজো হবে মণ্ডপে। ছ জনের বেশি প্রবেশ করতে পারবেন না মণ্ডপে। মাস্ক ও সোশ্যাল ডিসটেন্সিং এবার বাধ্যতামূলক।
“নবারুণ হিন্দু বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রী ভৃগু দে বলেন, “আমাদের পুজোটা কেবল বাঙালিদের নয়, এ পুজো হল সবার। এখানে আট থেকে আশি বাঙালি অবাঙালি সবাই সমবেত হয় পুজোর দিনগুলোতে। তবে এবারে আমরা চেষ্টা করছি সবকিছু নিয়ম মেনে পুজোটা করার। এ এবারের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে অনলাইনে। বাঙালি অবাঙালি সকলেই প্রোগ্রামে অংশ নেবেন। দুহাজার কুড়ির শারদোৎসবে মায়ের কাছে সবার প্রার্থনা শুধু একটাই সঙ্কট থেকে মুক্তি।

আরও পড়ুন-এবার চিন থেকে ফ্রিজ, এসি আমদানি বন্ধ করছে ভারত

Related articles

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...
Exit mobile version