Sunday, August 24, 2025

আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার বিজেপি প্রভাবিত রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতা

Date:

আর্থিক দুর্নীতির অভিযোগে এবার মুখ পুড়ল রাজ্য বিজেপির। গ্রেফতার হলেন বিজেপি প্রভাবিত রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতা সঞ্জীব পাল। শুক্রবার ওই নেতাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার অফিসাররা। শনিবার নগর দায়রা আদালতে তোলা হয়েছে তাকে। জানা গেছে, বর্তমানে আলিপুরদুয়ারের আরটিও অফিসের পোস্টিং ছিলেন সঞ্জীব পাল নামের ওই অভিযুক্ত সরকারি কর্মচারী।

রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সঞ্জীব পালের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল আগেই। একের পর এক অভিযোগের কারণে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন শাখা। গত এপ্রিল মাসে তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে এফআইআর দায়ের করা হয়। সুত্রের খবর, ওই ব্যক্তির কাছে ৬২ লক্ষ টাকার হিসাব বহির্ভূত সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। এর পরই শুক্রবার রাতে গ্রেফতার করা হয় সঞ্জীব পালকে। জানা গিয়েছে, একটা সময় তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোর কমিটির নেতা ছিলেন সঞ্জীব। সরকারের ওপর তলার কর্তা ব্যক্তিদের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল তাঁর।

আরও পড়ুন: করোনা আক্রান্ত দিলীপের সঙ্গে কারুর সাক্ষাৎ হয়নি, জানাল হাসপাতাল

এরপর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন ওই নেতা। তাঁর বিজেপি যোগ নিয়ে অসন্তোষও দেখা গিয়েছিল গেরুয়া শিবিরের অন্দরে। এদিন সঞ্জীবের গ্রেফতারি প্রসঙ্গে রাজ্য স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক সংকেত চক্রবর্তী বলেন, ‘দুর্নীতির অভিযোগের যথাযথ তদন্ত হওয়া উচিত। অভিযোগ প্রমাণিত হলে ওই ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত সরকারের।’ পাশাপাশি এই ধরনের দুর্নীতির ঘটনার জেরে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version