Saturday, November 8, 2025

ক্ষুধার্ত ভারত! বিশ্ব ক্ষুধা সূচকে পাকিস্তান, বাংলাদেশেরও নীচে

Date:

করোনা মহামারি পরিস্থিতিতে গোটা বিশ্বে খাদ্য সংকট তীব্র হতে চলেছে বলে আগাম পূর্বাভাস দিয়েছেন বিশ্বেষজ্ঞরা। তার আগে ক্ষুধার্ত ভারতের ভয়াবহ ছবিটা ফের সামনে এল। আশঙ্কা, দীর্ঘস্থায়ী মহামারির আবহে আগামীদিনে খাদ্য সংকট তীব্র হলে কোন দিকে যাবে পরিস্থিতি? কারণ বিশ্ব ক্ষুধা সূচকে এখন বিশ্বের ১০৭টি দেশের মধ্যে ৯৪ নম্বরে ভারত। এই তালিকায় ভারতের আগে রয়েছে নেপাল (৭৩), পাকিস্তান (৮৮), বাংলাদেশ (৭৫), ইন্দোনেশিয়া (৭০) সহ একাধিক দেশ। ১০৭টি দেশের মধ্যে রোয়ান্ডা, নাইজেরিয়া, আফগানিস্তান, লাইবেরিয়া, মোজাম্বিক, চাদের মতো অতি অনুন্নত দেশের আগে রয়েছে ভারত। কিন্তু তার চেয়েও উদ্বেগের খবর, ভারতের পরিস্থিতি এখনই ভয়াবহ অবস্থায় রয়েছে।

ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ২০২০ সালের রিপোর্ট অনুযায়ী, ভারতের ১৪ শতাংশ মানুষ অপুষ্টির শিকার। অপুষ্টিতে ভুগছে ৩৭.৪ শতাংশ শিশু। বয়সের অনুপাতে উচ্চতা এবং ওজন অনেক কম এমন শিশুর সংখ্যা ভারতে বাড়ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ শিশুদের পুষ্টি ও ব্যালান্সড ডায়েটের অভাব। এর ফলে অপুষ্টিতে মারাও যাচ্ছে বহু শিশু। ভারতের মত উন্নয়নশীল দেশের জন্য বিশ্ব ক্ষুধা সূচকের এই পরিসংখ্যান খুবই উদ্বেগের। রিপোর্ট অনুযায়ী, ১৯৯১ থেকে ২০১৪ সাল পর্যন্ত পরিসংখ্যান থেকে দেখা গিয়েছে, বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানে শিশুদের মধ্যে অপুষ্টিজনিত রোগের অন্যতম কারণ হল পরিবারে আর্থিক অনটন, খারাপ খাবারের মান, প্রসূতির পুষ্টির অভাবের মতো ঘটনা। পরিস্থিতি যে এখনও আশাপ্রদ নয়, তা সর্বশেষ রিপোর্টের ফলেই প্রকাশিত।

 

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version