Sunday, November 9, 2025

২১৭ কোটি পারিশ্রমিক নিয়ে আয়কর দফতরের নিশানায় আইনজীবী

Date:

পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন ২১৭ কোটি টাকা। আর তাতেই আয়কর দফতরের নজরে পড়লেন চণ্ডীগড়ের আইনজীবী। আইনজীবীর বাড়িতে এবং অফিসে তল্লাশি চালান আয়কর দফতরের অফিসাররা। জানা গিয়েছে, দিল্লি-এনসিআরের মোট ৩৮টি জায়গায় হানা দেন তাঁরা।

তবে ওই আইনজীবীর নাম প্রকাশ করেনি আয়কর দফতর। দফতরের কর্তারা জানিয়েছেন, চণ্ডীগড়ের একজন আইনজীবী একটি মামলার জন্য এক ব্যক্তির থেকে ২১৭ কোটি টাকা নিয়েছিলেন। সেই টাকা নেওয়ার পর তিনি বিপুল টাকার আয়কর ফাঁকি দিয়েছেন। তল্লাশি চালিয়ে সাড়ে পাঁচ কোটি টাকা নগদ উদ্ধার করেছেন আয়কর দফতরের কর্তারা।

আয়কর দফতর সূত্রে খবর, সেই আইনজীবীর মক্কেল ছিলেন ইনফ্রা ও ইঞ্জিনিয়ারিং সংস্থার মালিক। তাঁর থেকে ১১৭ কোটি টাকা নগদ নিয়েছেন ওই আইনজীবী। কিন্তু কর ফাঁকি দেওয়ার জন্য তিনি জানিয়েছিলেন, ২১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। পাশাপাশি আরও ১০০ কোটি নিয়েছেন বলে জানা গিয়েছে। তবে সেক্ষেত্রেও তিনি কর ফাঁকি দেওয়ার জন্য ১০০ কোটি টাকার কথা গোপন করেছিলেন। আয়কর দফতরের কর্তারা জানিয়েছেন, কোনও এক সরকারি সংস্থার সঙ্গে সমঝোতা করিয়ে দেওয়ার নাম করে সেই আইনজীবী সংস্থার মালিকের থেকে ১০০ কোটি টাকা নেন।

আরও পড়ুন:নিজের বাড়িতেই গুলিবিদ্ধ শৌর্য চক্র প্রাপ্ত বলবিন্দর সিং

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version