Wednesday, November 12, 2025

হংকং ইস্যুতে কানাডাকে হুঁশিয়ারি চিনের, পাল্টা বিবৃতিতে কোণঠাসা জিনপিং

Date:

চিন প্রশাসনের তরফে হংকংয়ে জারি করা রাষ্ট্রীয় সুরক্ষা আইনকে কেন্দ্র করে এবার সংঘাত শুরু হল কানাডার মধ্যে। চিন প্রশাসনের জোরপূর্বক চাপিয়ে দেওয়া এই আইনের বিরুদ্ধে রীতিমতো ক্ষুব্ধ হংকংয়ের সাধারণ মানুষ। অনেকেই নিজ দেশ ছেড়ে পালিয়ে আসছেন কানাডায়। আর এখানেই ঘোর আপত্তি জানিয়েছে চিন। এক বিবৃতি জারি করে কানাডা সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছে চিন প্রশাসন।

কানাডায় অবস্থিত চিনের রাষ্ট্রদূত কোম্পিও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে রীতিমতো হুশিয়ারী দিয়ে জানিয়েছেন, হংকং থেকে পালিয়ে কানাডায় আসা মানুষকে সেখানে আশ্রয় দেওয়া যাবে না। কিন্তু তাও যদি কানাডার সরকার তাদের সেখানে থাকতে দেয়, তাহলে এই বিষয়টা চিনের অভ‍্যন্তরীণ মামলায় কানাডার দখলদারি হিসাবে গণ্য করা হবে। তবে চিনের এই হুঁশিয়ারিকে বিন্দুমাত্র পরোয়া না করে পাল্টা জবাব দিয়েছে কানাডা। স্পষ্ট ভাষায় শি জিনপিং সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে, চিনে যেভাবে মানবাধিকার লংঘিত হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে কানাডা। স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে, চিনে বসবাসকারী মানুষের মানবাধিকার রক্ষার বিষয়ে লড়াই চালিয়ে যাওয়া হবে। সেটা উইঘুর মুসলিমদের অধিকার হনন হোক বা হংকংয়ের মানুষের মানবাধিকার লংঘন কিংবা চিনের কোনও রকম কূটনৈতিক চালের বিরুদ্ধাচরণ। সবেতেই আমাদের লড়াই জারি থাকবে।

আরও পড়ুন: দীর্ঘ ৬৭ বছর পর আমেরিকায় প্রথম মৃত্যুদণ্ড হতে চলেছে কোনও মহিলার

এর পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, আমাদের দেশ সর্বদা ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মানবাধিকারের পক্ষে লড়াই জারি রাখবে। মানবাধিকার খন্ডনের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবে। পাল্টা উত্তর পেয়ে কোণঠাসা হয়ে পড়া চিন অবশ্য রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে কানাডাকে। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিঝিয়ান কানাডার জবাবে রীতিমতো ক্ষুব্ধ হয়ে বলেন, আমাদের উপর কোনওরকম দোষারোপ আমরা সফল হতে দেব না। এর ফল কানাডাকে ভুগতে হবে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version