Wednesday, August 27, 2025

ফ্ল্যাটে মদ-যৌনকর্মী নিয়ে আসর, মৃত কুখ্যাত দুষ্কৃতী, ধৃত পুলিশ-সহ ৩

Date:

শহরের এক অভিজাত আবাসনে কুখ্যাত দুষ্কৃতীর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে চিৎপুর থানা এলাকার পাইকপাড়া। পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা ওই দুষ্কৃতী বিরুদ্ধে একাধিক খুন ও তোলাবাজির অভিযোগ রয়েছে। পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে আবাসনের চার তলা থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হয় কুখ্যাত ওই দুষ্কৃতী আব্দুল হোসেন ওরফে সেন্টিয়া। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ কর্মী সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই আবাসনের আবাসিকদের দাবি, শনিবার সকালে ফ্ল্যাটে মদের আসর বসেছিল। ব্যাপক চিৎকার জিনিসপত্র ভাংচুরের আওয়াজ পাওয়া যায় ঘরের ভেতর থেকে। এরপর মাঝরাতে ব্যাপক চিৎকার-চেঁচামেচির মাঝেই রক্তাক্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসে এক যৌনকর্মী। বাইরে থেকে আটকে দেওয়া হয় ঘরের দরজা। তার চিৎকার শুনে ঘটনাস্থলে উপস্থিত হয় আবাসনের বাসিন্দারাও। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ আসতেই ধরা পড়ার ভয়ে ফ্লাটের চারতলার জানলা থেকে ঝাঁপ দেয় দুষ্কৃতী আব্দুল। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: বেশি রাত পর্যন্ত চলবে মেট্রো,যাত্রী বাড়ানো হল ৪০ শতাংশ

পুলিশের দাবি, ঘরের ভেতর সেই সময় উপস্থিত ছিল এক পুলিশ কর্মী, গাড়ির চালক, রাঁধুনি ও কুখ্যাত দুষ্কৃতী আব্দুল হোসেন। সঙ্গে ছিল দুই যৌনকর্মীও। ঘর থেকে উদ্ধার হয়েছে প্রচুর মদের বোতল ও সিগারেট। রীতিমতো তছনছ ছিল গোটা ঘর। দুর্ঘটনার সময় ফ্ল্যাটে উপস্থিত থাকা ব্যক্তিদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। যৌনকর্মীদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল সহ ৩ জনকে। ধৃতদের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর, অপরাধমূলক ষড়যন্ত্র সহ বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশের। যে ফ্ল্যাটে এই মদের আসর বসেছিল সেটি একজন তৃণমূল নেতার ফ্ল্যাট বলে জানা গিয়েছে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version