Saturday, November 8, 2025

ফ্ল্যাটে মদ-যৌনকর্মী নিয়ে আসর, মৃত কুখ্যাত দুষ্কৃতী, ধৃত পুলিশ-সহ ৩

Date:

শহরের এক অভিজাত আবাসনে কুখ্যাত দুষ্কৃতীর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে চিৎপুর থানা এলাকার পাইকপাড়া। পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা ওই দুষ্কৃতী বিরুদ্ধে একাধিক খুন ও তোলাবাজির অভিযোগ রয়েছে। পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে আবাসনের চার তলা থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হয় কুখ্যাত ওই দুষ্কৃতী আব্দুল হোসেন ওরফে সেন্টিয়া। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ কর্মী সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই আবাসনের আবাসিকদের দাবি, শনিবার সকালে ফ্ল্যাটে মদের আসর বসেছিল। ব্যাপক চিৎকার জিনিসপত্র ভাংচুরের আওয়াজ পাওয়া যায় ঘরের ভেতর থেকে। এরপর মাঝরাতে ব্যাপক চিৎকার-চেঁচামেচির মাঝেই রক্তাক্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসে এক যৌনকর্মী। বাইরে থেকে আটকে দেওয়া হয় ঘরের দরজা। তার চিৎকার শুনে ঘটনাস্থলে উপস্থিত হয় আবাসনের বাসিন্দারাও। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ আসতেই ধরা পড়ার ভয়ে ফ্লাটের চারতলার জানলা থেকে ঝাঁপ দেয় দুষ্কৃতী আব্দুল। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: বেশি রাত পর্যন্ত চলবে মেট্রো,যাত্রী বাড়ানো হল ৪০ শতাংশ

পুলিশের দাবি, ঘরের ভেতর সেই সময় উপস্থিত ছিল এক পুলিশ কর্মী, গাড়ির চালক, রাঁধুনি ও কুখ্যাত দুষ্কৃতী আব্দুল হোসেন। সঙ্গে ছিল দুই যৌনকর্মীও। ঘর থেকে উদ্ধার হয়েছে প্রচুর মদের বোতল ও সিগারেট। রীতিমতো তছনছ ছিল গোটা ঘর। দুর্ঘটনার সময় ফ্ল্যাটে উপস্থিত থাকা ব্যক্তিদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। যৌনকর্মীদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল সহ ৩ জনকে। ধৃতদের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর, অপরাধমূলক ষড়যন্ত্র সহ বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশের। যে ফ্ল্যাটে এই মদের আসর বসেছিল সেটি একজন তৃণমূল নেতার ফ্ল্যাট বলে জানা গিয়েছে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version