Thursday, November 13, 2025

দেশবাসী সচেতন হলে ফেব্রুয়ারিতেই নিয়ন্ত্রণে করোনা, জানালো বিশেষজ্ঞ কমিটি

Date:

ফেব্রুয়ারিতেই মারণ ভাইরাস করোনা নিয়ন্ত্রণে আসতে পারে, যদি মানুষ সচেতন হয়। জানালো কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি। ফেব্রুয়ারিতে একবারে করোনা উধাও হয়ে যাবে ব্যাপারটা একদমই এমন নয়। তবে সংক্রমণ ছড়িয়ে পরবে না, অল্প সংখ্যক মানুষের হবে।

কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক কোভিড পরিস্থিতি মোকাবিলায় একটি কমিটি গঠন করে। নাম ‘কোভিড-১৯ সুপারমডেল কমিটি’। নেতৃত্বে হায়দরাবাদ আইআইটির অধ্যাপক এম বিদ্যাসাগর। কমিটির দু’জন কলকাতার বিশেষজ্ঞরা হলেন ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক অরূপ বসু এবং শঙ্কর পাল। এই কমিটির এক সদস্য জানান, “সমস্ত বিধিনিষেধ মেনে চললে আগামী বছরের ফেব্রুয়ারির শেষে অতিমারিকে নিয়ন্ত্রণে আনা যাবে। তখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা থাকবে খুব সামান্য।” এই কমিটির মত, লকডাউন নিয়ে বিতর্ক থাকেলও সংক্রমণ নিয়ন্ত্রণে ভালো কাজ করেছে। এবার প্রয়োজন বিধিনিষেধ মেনে চলা। আর লকডাউনের প্রয়োজন নেই। সেই সঙ্গে তাঁরা আরও জানিয়েছেন, এই মুহূর্তে দেশের প্রায় ৩০ শতাংশ নাগরিকের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে।

এদিন ভ্যাকসিন নিয়েও ফের আশার কথা শুনিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন। বলেছেন, ‘করোনার ভ্যাকসিন তৈরিতে জোর দেওয়ার পাশাপাশি ইউনিসেফের সঙ্গে যোগাযোগ রেখে তা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২১ সালের মধ্যে ২০০ কোটি ডোজ বিতরণের টার্গেট নেওয়া হয়েছে।’ এছাড়াও তিনি বলেছেন, দেশের ঘনবসতিপূর্ণ এলাকার কোথাও কোথাও গোষ্ঠী সংক্রমণ হলেও হতে পারে। তবে সার্বিকভাবে তা হয়নি।

আরও পড়ুন-কোথায় তৈরি হয়েছে বিক্রিত পণ্য? অ্যামাজন-ফ্লিপকার্টকে নোটিশ কেন্দ্রের

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version