Thursday, August 21, 2025

যোগী রাজ্যে কেলেঙ্কারি: ভোটার লিস্টে বাবার নাম নরেন্দ্র মোদি, ছেলে লাদেন

Date:

এবার যোগী আদিত্যনাথের রাজ্যে অন্য এক কেলেঙ্কারি। সেটা আবার গুরুত্বপূর্ণ এক সরকারি দফতরে। উত্তরপ্রদেশের ভোটার তালিকায় নাম উঠেছে লাদেনের। এখানেই শেষ নয়, সেই তালিকায় এই লাদেনের বাবার নাম নাকি নরেন্দ্র মোদি! যা দেখে চক্ষু চড়কগাছ সরকারি আধিকারিকদের। শুধু মোদির ছেলে লাদেন নয়, এখানকার ভোটার তালিকায় অনিল-কন্যা সোনম কাপুরেরও। মায়াবতী থেকে শিবরাজ সিং চৌহান, সবাই আছে সেই তালিকায়!

প্রসঙ্গত, আগামী বছর উত্তরপ্রদেশে পঞ্চায়েত ভোট। তার জন্যই চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ। সেই সূত্রেই যোগী রাজ্যে ভাইসাহিয়া গ্রামের ভোটার তালিকা দেখে চক্ষু চড়কগাছ ব্লক লেভেল অফিসার প্রমীলা দেবীর। তিনি জানান, ভোটার তালিকা অনুযায়ী এই গ্রামের এক বাসিন্দার নাম লাদেন, আর তাঁর বাবার নাম নরেন্দ্র মোদি। অন্য এক বাসিন্দার নাম সোনম কাপুর। তাঁর বাবা অনিল কাপুর।

প্রমীলা দেবী ভোটার তালিকা নিয়ে আরও জানিয়েছেন, এই তালিকা খতিয়ে দেখার জন্য গত ৫ অক্টোবর এই গ্রামের ভোটার লিস্ট তাঁর হাতে আসে। সেখানে প্রচুর সন্দেহজনক ও আজগুবি নাম দেখতে দেখা। এরপর তিনি খোঁজ নিয়ে দেখি, বাস্তবে এরকম কেউ ওই গ্রামের বাসিন্দা নন। সম্ভবত আগের পঞ্চায়েত ভোটের আগে এইসব ভুয়ো নাম তালিকায় তোলা হয়েছিল। কিন্তু তার পর থেকে কোনও সংশোধন হয়নি। ফলে নামগুলি থেকে গিয়েছিল। যা নিয়ে উত্তর প্রদেশের রাজনৈতিক মহলে একটা হাসির খোরাক তৈরি হয়েছে।

আরও পড়ুন-ভোটের পাহাড় ছুঁতে উত্তরবঙ্গে নাড্ডা

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version