Thursday, August 21, 2025

কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্যে দুর্গাপুজোর সব মণ্ডপ হবে কনটেইনমেন্ট জোন৷ এবার পুজো হবে দর্শকহীন। বলা হয়েছে,
করোনা আবহে সংক্রমণ যাতে না বাড়ে সেই লক্ষ্যেই এই নির্দেশ ৷

পুজোর শুরু ৩ দিন আগে হাইকোর্টের এই নির্দেশ কতখানি প্রাসঙ্গিক, তা প্রমান করছে বাংলার সরকারি করোনা রিপোর্ট।

আদালত যেদিন এই নির্দেশ দিয়েছে, সেই দিনই অর্থাৎ ১৯ অক্টোবর, রাজ্য সরকারের বুলেটিন বলছে, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯৯২ জন মানুষ, যা নতুন রেকর্ড। মারা গিয়েছেন ৬৩ জন৷ বাংলায় প্রতিদিনের মৃত্যু- সংখ্যা চিকিৎসক ও বিশেষজ্ঞদের ঘুম কাড়ছে৷ এই মৃত্যু মিছিল রোধে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রের তরফেও রাজ্যকে নির্দেশও দেওয়া হয়েছে।

বাস্তব এটাই, রাজ্যে পর পর রেকর্ড ভাঙ্গছে করোনাভাইরাস৷ কলকাতায় দৈনিক পজিটিভ রুগীর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে৷ লম্বা হচ্ছে মৃত্যু-মিছিল৷
বাংলায় করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা এই মুহুর্তে যে হারে বাড়ছে, তাতে মারাত্মক বিপদের আশঙ্কা করছেন বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। আতঙ্কে বাড়িয়ে গত রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, গত জুলাই মাস থেকেই বাংলায় করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে৷ পুজো যত কাছে আসছে, ততই বাংলায় আরও হিংস্র ভাবে দাঁত ফোটাচ্ছে করোনাভাইরাস।

সোমবার অর্থাৎ ১৯ অক্টোবরের রাজ্য স্বাস্থ্য দফতরের ‘ভয়ঙ্কর’ করোনা-রিপোর্ট
জানাচ্ছে, বাংলায়

🔴 নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯৯২ জন মানুষ। রবিবারের থেকে যা বেশি এবং নতুন রেকর্ড।

🔴 শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৬৩ জনের।

🔴 সোমবার পর্যন্ত বাংলায় অ্যাক্টিভ বা বর্তমান আক্রান্তের সংখ্যা ৩৪, ৫৮৪ জন।

🔴 মারণ ভাইরাসের দাপটে রাজ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬,১১৯ জনের।

🔴 এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৬৩ জন।

🔴 শুধু কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় এই সংখ্যাটা যথাক্রমে ১৮ ও ১০ জন।

🔴 এছাড়া হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলা থেকে নতুন করে করোনা আক্রান্তদের মৃত্যুর খবর উল্লেখ করা হয়েছে সরকারি রিপোর্টে৷

🔴 শেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে বাংলা ৷

🔴 মহারাষ্ট্রে ১৫০ জন মারা গিয়েছেন গত ২৪ ঘণ্টায়। বাংলায় ৬৪ জন।

🔴 গত ২৪ ঘণ্টায় দেশে মাত্র ৬ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অ্যাক্টিভ রোগী বেড়েছে। তাতেও শীর্ষে পশ্চিমবঙ্গ, রোগীর সংখ্যা ৮০৬ জন৷

🔴 কলকাতার পরে রয়েছে দিল্লি (৪০৮), উত্তরাখণ্ড (১৯০), নাগাল্যান্ড (৫৩), মণিপুর (১৯), আন্দামান (৫)।

Related articles

নিরপেক্ষতা, মর্যাদা, আলোচনা: উপরাষ্ট্রপতি পদে মনোনয়নে সুদর্শন রেড্ডির শপথ

আমার জীবন জনগণের সেবায় নিয়োজিত। সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে একজন আইনের ছাত্র হিসেবে ভারতের গণতান্ত্রিক প্রথা,...

“ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচটা নিজেকে প্রমাণ করার ছিল”: জবি জাস্টিন

ইস্টবেঙ্গল (Eastbengal) তাঁকে ছেড়ে দিয়েছিল। একটা সুযোগ খুঁজছিলেন নিজেকে প্রমাণ করার। ডুরান্ডের (Durand Cup) সেমিফাইনালেই প্রাক্তন দল ইস্টবেঙ্গলের...

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...
Exit mobile version