Monday, August 25, 2025

২০১৭ সালের পরে প্রথম প্রকাশ্যে এলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। তাও তার চিরপরিচিত পাহাড়ে নয়, খাস সল্টলেকে। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, পুলিশ আধিকারিক অমিতাভ মালিককে খুনের ঘটনায় অভিযুক্ত গুরুং। এদিন যে গাড়িতে তিনি গোর্খা ভবনের সামনে আসেন সেটিতৃ ঝাড়খণ্ডের নম্বরপ্লেট লাগানো ছিল। বিমল গুরুংয়ের সঙ্গে ওই গাড়িতে ছিলেন গেরুয়া বসনধারী এক ব্যক্তি। তবে তাঁর পরিচয় প্রকাশ্যে আনেননি গুরুং।

সাংবাদিকরা তাঁর কাছে প্রশ্ন করলে গুরুং জানান, গোর্খা ভবনের ভিতরে গিয়ে সাংবাদিক বৈঠক করে তিনি সবকিছু জানাবেন। কিন্তু বিমল গুরুং আসার আগেই গোর্খা ভবনের দুটি গেটে তালা দিয়ে দেওয়া হয়। অনেক ডাকাডাকির পরও সে গেট খোলা হয়নি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে গোর্খা ভবন থেকে গাড়ি ঘুরিয়ে সল্টলেকের করুণাময়ীর দিকে চলে যান গোর্খা জনমুক্তি মোর্চার এই বিতর্কিত নেতা।

আরও পড়ুন: পুজোয় চলবে না অতিরিক্ত মেট্রো, হাইকোর্টের রায়ের পর সিদ্ধান্ত

২০১৭ পর থেকেই অন্তরালে রয়েছেন বিমল গুরুং। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল বলে খবর। প্রথমে জানা যায়, তিনি নেপালে তাঁর এক স্ত্রীর সঙ্গে রয়েছেন। কিন্তু ২০১৯-এ তিনি হঠাৎই দিল্লি থেকে একটি সাংবাদিক বৈঠক করেন। তবে সেটি অনলাইন। সেখানে কোনও সংবাদমাধ্যম সরাসরি উপস্থিত ছিল না। এছাড়াও দু’একবার ভিডিও বার্তায় নিজের মতামত জানিয়েছেন। তবে ইদানীং তাঁর কোনো খবর প্রকাশে আসেনি। দুর্গাপুজোর পঞ্চমীর বিকেলে হঠাৎই বিমল গুরুংয়ের প্রকাশ্যে আসার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...
Exit mobile version