Saturday, November 8, 2025

সারেগামাপা-র চার বিচারকই কোভিড পজিটিভ, শোয়ের শুটিং ঘিরে জল্পনা

Date:

করোনায় আক্রান্ত জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা-র চার বিচারক। শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, মিকা সিং এবং আকৃতি কক্কর‌। একসঙ্গে চার বিচারক করোনা আক্রান্ত হওয়ায় নভেম্বরে শোয়ের শুটিং ঘিরে শুরু হয়েছে ব্যাপক গোলমাল।

কঠোরভাবে করোনা-বিধি মেনে চলার জন্য একাধিক বিচারক সংশ্লিষ্ট চ্যানেলকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে চলেছেন বলে জানা যাচ্ছে।

এখনও পর্যন্ত সংক্রমণ থেকে ছাড় পেয়েছেন শোয়ের সঞ্চালক আবির চট্টোপাধ্যায় এবং বিচারক জয় সরকার। তাছাড়াও অপর দুই বিচারক রাঘব চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তীর হাল্কা জ্বর ছাড়া তেমন কোনও লক্ষণ নেই। এরইমধ্যে ইমন নিজের ফ্ল্যাটে পরিজনদের নিয়ে নীলাঞ্জনের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেছেন।

সূত্রের খবর, শ্রীকান্ত আচার্য বাড়িতেই পুরোপুরি আইসোলেশনে রয়েছেন। মনোময় ভট্টাচার্য সহ তাঁর বাড়ির সকলেই আক্রান্ত করোনায়।

এ দিন শ্রীকান্ত বলেন, কোনও উপসর্গ না-থাকলেও তাঁর কয়েকদিন ধরেই একটু কাহিল লাগছিল। চিকিৎসকের সঙ্গে আলোচনা করে তিনি কোভিড পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। ১৬ তারিখ তাঁর রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তিনি বাড়িতেই পুরোপুরি আইসোলেশনে আছেন। এখনও কোনও উপসর্গ নেই। মনোময় জানান, ৯ দিন আগে আচমকাই প্রবল জ্বর আসে তাঁর। সঙ্গে শরীরে ব্যথা। চিকিৎসকের পরামর্শ নিয়ে সপরিবারে কোভিড টেস্ট করাতে রিপোর্ট পজিটিভ আসে। বাকি দুই বিচারক অর্থাৎ আকৃতি কক্কর এবং মিকা সিং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, এর আগেও টলিপাড়ায় একাধিক অভিনেতা-অভিনেত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন।

আরও পড়ুন-নেহা কক্কর ও রোহনপ্রীত সিংয়ের বিয়ে নিয়ে জল্পনা, রোকার অনুষ্ঠানে জমিয়ে নাচ

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version