Thursday, August 21, 2025

আজ, বুধবার প্রকাশিত হলো মাধ্যমিকের রিভিউ এবং স্ক্রুটিনির ফল। আর এই ফলের জেরে বদলে গেল মাধ্যমিকের মেধা তালিকা। মাধ্যমিকে মেধাতালিকায় নাম ছিল মোট ৮৪ জনের। রিভিউ এবং স্ক্রুটিনির ফল প্রকাশের পর তালিকায় জায়গা করে নিল আরও ৭ জন পরীক্ষার্থী। সব মিলিয়ে চলতি বছর মাধ্যমিকের মেধাতালিকায় নাম রয়েছে ৯১ জনের।

চলতি বছর ১৫ জুলাই মাধ্যমিকের ফল প্রকাশ হয়।মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে চলতি বছর ২৮ হাজার ৯১২ জন পরীক্ষার্থী রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করেছিলেন। পর্ষদ সূত্রে খবর রিভিউতে ২৩ শতাংশ পরীক্ষার্থীর নম্বর রদবদল হয়েছে। স্ক্রুটিনিতে নম্বর পাল্টেছে ২৪ শতাংশ পরীক্ষার্থীর। মেধাতালিকায় যে নতুন সাতজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে, তার মধ্যে মালদহের ৩ পরীক্ষার্থী, মুর্শিদাবাদের ১ পরীক্ষার্থী, কলকাতা, জলপাইগুড়ি, বীরভূম এবং বাঁকুড়ার ১ জন করে পরীক্ষার্থী আছে। মালদহের বার্লো গার্লস হাইস্কুলের অঙ্কিতা মণ্ডল অষ্টম স্থান অধিকার করেছে। বহরমপুর জগন্নাথ অ্যাকাডেমির দ্বিজেন্দ্র মোহন ত্রিবেদী এবং মালদহের বার্লো গার্লস হাইস্কুলের রিতায়নী সাহা মেধাতালিকার নবম স্থানে আছে। দশম স্থানে জায়গা করে নিয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর বিদ্যাপীঠ রনিতা বিশ্বাস, জলপাইগুড়ির জলপাইগুড়ি ফণীন্দ্র দেব ইনস্টিটিউশনের দেবর্ষি পাল, বীরভূমের রামপুরহাট জিতেন্দ্র লাল বিদ্যাভবনের সায়ন চক্রবর্তী ও বাঁকুড়ার কেন্দুয়াদহি হাইস্কুলের কৌস্তব ঘোষ।

পর্ষদ জানিয়েছে, যেসব পরীক্ষার্থীরা রিভিউ এবং স্ক্রুটিনি করিয়েছিল, তাদের সংশ্লিষ্ট স্কুল থেকে নতুন মার্কশিট সংগ্রহ করতে হবে। ৩ নভেম্বর থেকে স্কুলগুলি পর্ষদের আঞ্চলিক কার্যালয় থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে। এদিন দুপুর ১টা থেকে ওয়েবসাইটে ফল জানা যাচ্ছে। ওয়েবসাইটের ঠিকানা-

www.exametc.com
www.results.amarujala.com
www.indiaresults.com
www.results.shiksha

আরও পড়ুন:বুধবার প্রকাশিত হবে মাধ্যমিকের রিভিউ এবং স্কুটিনির ফল

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version