Wednesday, November 12, 2025

বিধি মেনে জায়েন্ট স্ক্রিনে প্রতিমা দর্শন পঞ্চাননতলা ইয়ুথ অ্যাসোসিয়েশনে

Date:

বেলঘরিয়া পঞ্চাননতলা ইয়ুথ অ্যাসোসিয়েশনের পুজো। করোনা আবহে তাদের থিম ‘বিশ্ব ব্রহ্মাণ্ড: সৃষ্টি সুখের উল্লাসে’। মূল মণ্ডপে দেখানো হয়েছে বিশ্বের সৃষ্টি। পশুপাখি, প্রকৃতি, মানুষ’ সমস্ত কিছুই মডেল দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ চত্বরে। তবে নিয়ম মানা হচ্ছে কড়া ভাবেই। এ পুজোতে অবশ্য বাইরে থেকে কোন চাঁদা নেওয়া হয় না। উদ্যোক্তারা নিজেদের টাকা দিয়েই এই পুজো করেন।

এই পুজোর যৌথ উদ্যোগ পঞ্চাননতলা ইয়ুথ অ্যাসোসিয়েশন এবং গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট। গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্টের প্রণব বিশ্বাস জানান, নিয়ম মেনে তিনদিক খোলা মণ্ডপ করা হয়েছে। দর্শনার্থীদের ঢোকার ব্যাপারেও নজর থাকছে উদ্যোক্তাদের। মাস্ক ছাড়া কাউকে পুজো মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। রয়েছে স্যানিটাইজার গেট। যাতে মণ্ডপে প্রবেশ করার সময় প্রত্যেক দর্শনার্থীর স্যানিটাইজ করা যায়। থাকছে শারীরিক দূরত্ব। তবে প্রাণের উৎসবে কাউকে নিরাশ করছেন না উদ্যোক্তারা। বিধি মেনে সবাই যাতে প্রতিমা এবং মণ্ডপ দর্শন করতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে।

মহাষ্টমীতে সন্ধ্যারতির পরে মহানবমীতে সকালে অঞ্জলি দেন অনেকেই। তবে সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি কড়া ভাবেই মানা হয়। সকলের সুবিধার জন্য মণ্ডপের বাইরে দিকে লাগানো হয়েছে জায়েন্ট স্ক্রিন। সেখানেও অনেকে দর্শন সেরে নিচ্ছেন। এই পরিস্থিতিতে পুজো উদ্যোক্তারা পুজোর বাজেট থেকে টাকা বাঁচিয়ে পিছিয়ে পড়া মানুষদের বস্ত্র বিতরণ, দুঃস্থ পড়ুয়াদের স্কলারশিপ এবং বই বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন-নিম্নবর্গের কন্যাকে কুমারী রূপে পুজো! ব্যতিক্রমী দক্ষিণের দুর্গোৎসব

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...
Exit mobile version