Friday, November 14, 2025

হাইকোর্টের নির্দেশ অমান্য করে প্যান্ডেলে! নুসরত-নিখিল-সৃজিতকে আইন নোটিশ

Date:

কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য! প্যান্ডেলে প্রবেশ করে পুষ্পাঞ্জলি! ঢাকের তালে নাচা-গানা! মণ্ডপে ৬০ জনের যে প্রবেশাধিকার এবং তার তালিকা, সেখানে এঁদের নাম কোথায়? সবমিলিয়ে আদালত অবমাননা এবং বেআইনি ভাবে মণ্ডপে প্রবেশ করার জন্য বড়সড় আইনি ফাঁদে পড়লেন টলিউডের প্রতিষ্ঠিত কয়েকজন সেলিব্রিটি।

আদালতের নির্দেশ অমান্য করে প্যান্ডেলে প্রবেশের অভিযোগে এবার আইনি পদক্ষেপ নেওয়া হলো বিশিষ্ট পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, সৃজিতের স্ত্রী মিথিলা, অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান ও তাঁর স্বামী নিখিল জৈনের বিরুদ্ধে। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফৎ।

আরও পড়ুন : সুরুচি সংঘে সপরিবারে নুসরত-সৃজিত, অঞ্জলির পরে ঢাকের তালে নৃত্য

অভিযোগ, অষ্টমীতে তাঁরা কলকাতার অন্যতম বড় পুজো নিউ আলিপুর সুরুচি সংঘের মন্ডপে। সেখানে তাঁরা প্রতিমার একেবারে সামনে চলে যান। অঞ্জলিও দেন। তাঁরা ছবিও তোলেন। তখন সেখানে হাজির ছিলেন সুরুচির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তার সামনেই এবং তাঁর ইন্ধনেই এগুলি হয় বলে গুরুতর অভিযোগ।

যদিও সুরুচি সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, নুসরত সুরুচি সংঘের সদস্য। তাই তিনি মণ্ডপে প্রবেশ করতেই পারেন। কিন্তু অন্য তিনজন। অর্থাৎ, নুসরাতের স্বামী নিখিল জৈন, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী মিথিলা, তাঁদের সুরুচি সংঘের কোনও মেম্বারশিপ নেই। তাহলে তাঁরা কেন আইন ভঙ্গ করে মণ্ডপের সামনে গেলেন? সেলিব্রিটি বলেই কি ছাড়? আইন কি তাঁদের জন্য পৃথক?

আরও পড়ুন : অষ্টমীতে পাড়ার পুজোয় মাতলেন সৌরভ

এনিয়ে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্য়ায় বলেন, আদালতের নির্দেশ থাকার পরও সৃজিত, মিথিলা, নুসরত, নিখিল প্যান্ডেলে ঢুকেছিলেন। নুসরত নিজে একজন সাংসদ, অন্যান্যরা বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁরা যা করেছেন তা আদালত অবমাননা। এদের চারজনের বিরুদ্ধেই আদালত অবমানার নোটিশ পাঠানো হচ্ছে। এদেশের আইন সকলের জন্য সমান। তাহলে কীভাবে তাঁরা হাইকোর্টের নির্দেশ অমান্য করলেন?

Related articles

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...
Exit mobile version