Friday, November 14, 2025

জওয়ানদের সম্মান জানিয়ে বাড়িতে প্রদীপ জ্বালানোর আহ্বান মোদির

Date:

দেশজুড়ে নানা উৎসবে দেশবাসী যখন মেতে উঠেছেন, তখনও সীমান্তে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন জওয়ানরা। দেশের জওয়ানদের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে বাড়িতে প্রদীপ জ্বালানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রবিবারের ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ জোর দিয়েছেন Vocal for Local, শিক্ষাবিস্তার এবং ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ বিষয়ে৷ একইসঙ্গে দেশবাসীকে করোনা-বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন৷ প্রধানমন্ত্রী এদিন তুতিকোরিনের এক ছোট সেলুন-মালিক পোন মরিয়াপ্পানের সঙ্গে কথা বলেন৷ এই মরিয়াপ্পান তাঁর সেলুনের মধ্যেই গড়ে তুলেছেন একটি লাইব্রেরি৷ সেলুনে আসা লোকজন অপেক্ষা করার সময় যাতে বই পড়ে বা কিছু লেখালিখি করে সময় কাটাতে পারেন, সেজন্যই এই লাইব্রেরি তিনি করেছেন বলে প্রধানমন্ত্রীকে তিনি জানান৷ শুধু তাই নয়, সেলুনে এসে যারা বই পড়েন, তাদের তিনি ডিসকাউন্টও দেন বলে মরিয়াপ্পান জানিয়েছেন৷ প্রধানমন্ত্রী এদিন খাদিশিল্পের প্রসারে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান৷ তিনি বলেন, ভারতের খাদি আজ সারা দুনিয়া জয় করেছে৷ খাদিকে শুধু ইকো-ফ্রেণ্ডলি নয়, প্রধানমন্ত্রী এদিন বলেন, ভারতের খাদি ‘বডি-ফ্রেণ্ডলি’ও বটে৷

মোদিজি এদিন দেশবাসীর কাছে বিশেষভাবে অনুরোধ জানান, “এই উৎসবের দিনে আমরা যেন ভুলে না যাই, লকডাউনের মতো কঠিন সময়ে সাফাইকর্মী, মজদুর, সবজি বা দুধবিক্রেতা, নিরাপত্তারক্ষীরা কীভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন নিজেদের বিপদের কথা না ভেবে৷ উৎসবের এই মরশুমে আপনাদের খুশির সঙ্গে ওদেরও সামিল করুন৷”

কর্তব্যের টানে এই উৎসবের দিনেও সীমান্তে অতন্দ্র নজরদারির কাজ চালিয়ে যাচ্ছেন দেশের জওয়ানরা৷ মোদিজি আহ্বান জানান, এই জওয়ানদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করতে এই উৎসবকালে আমরা সবাই যেন নিজেদের বাড়িতে একটি প্রদীপ জ্বালাই৷ এই দায়িত্ব পালন করে সারা ভারত জওয়ানদের বার্তা দিক, সারা দেশ আপনাদের পাশে আছে৷
মোদিজি এদিন জানান, আগামী ৩১ অক্টোবর, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবসে দেশ ‘রাষ্ট্রীয় একতা দিবস’ পালন করবে৷
এদিন তিনি একইসঙ্গে শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের প্রাক্তণ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে৷ বলেছেন, “৩১ অক্টোবর প্রয়াত হয়েছিলেন ইন্দিরাজি,তাঁর প্রতি শ্রদ্ধা জানাই”৷

আরও পড়ুন-বিহার ভোট: শেষলগ্নে হাইভোল্টেজ প্রচার! একইদিনে ময়দানে মোদি-রাহুল

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version