নভেম্বরে মিলবে না রেশন, রাজ্যকে চিঠি কেন্দ্রের

ফের রেশন নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় নভেম্বর মাসের রেশন দেবে না কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে কেন্দ্র। আর এক্ষেত্রে কাঠগড়ায় তোলা হয়েছে রাজ্যকে।

খাদ্য দফতরের সচিবকে লেখা চিঠিতে কেন্দ্র জানিয়েছে, অন্ন বিতরণ পোর্টালে রাজ্য সরকার তথ্য দিচ্ছে না। নভেম্বর মাস পর্যন্ত যোজনার মেয়াদ বাড়ানো হলেও পশ্চিমবঙ্গ রেশন পাবে না। কেন্দ্র আরও উল্লেখ করেছে, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অন্ন বিতরণ পোর্টালে তথ্য দেয়নি রাজ্য।

করোনা সংক্রমণ রুখতে মার্চ মাসে দেশজুড়ে লকডাউন ঘোষণা করে কেন্দ্র। লকডাউনের পর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার সূচনা করে কেন্দ্র। যেখানে বিনামূল্যে রেশন দেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় সরকার। নভেম্বর মাস পর্যন্ত সেই মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র।

তবে রেশন সামগ্রী নিম্নমানের বলে একাধিকবার অভিযোগ করেছে। রাজ্যের অভিযোগ, ছোলায় পোকা ধরা, গমও নিম্নমানের। অনেক গমই নষ্ট। রাজ্যের খাদ্য দফতর বারবার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা নিয়ে এই অভিযোগ করেছে। কিন্তু তা সত্বেও রেশন সামগ্রী মান বদলায়নি। এদিকে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকার আগামী বছরের জুন মাস পর্যন্ত রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে।

আরও পড়ুন:বদলাচ্ছে গ্যাস বুকিং-এর নম্বর, জেনে নিন নতুন নম্বর