রাজ্যে সংক্রমণ বেড়েই চলেছে, বিসর্জনে আরও বৃদ্ধি পাবে ?

হাইকোর্টের নির্দেশ পছন্দ হয়নি অনেকেরই৷ পুজোর দিনগুলিতে এই ‘বিপ্লবী’-রা হয় নিজেরা মন্ডপে ঘুরেছেন অথবা সোশ্যাল মিডিয়ায় মন্ডপে ঢুকে প্রতিমা দর্শনে প্ররোচনা দিয়েছেন৷

তাদের কৃতিত্বেই রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ৷ এ বছর প্যান্ডেলে ঢুকে প্রতিমা না দেখলে জীবন ব্যর্থ হবে,এমন মানসিকতার লোকজনই রাজ্যে বিপদ বাড়াচ্ছেন৷ রবিবার ফের এর প্রমাণ দিয়েছে রাজ্য সরকারের পরিসংখ্যান৷ সোমবার থেকে শুরু প্রতিমা নিরঞ্জন৷ এক্ষেত্রে আশঙ্কা শতগুণে বেশি৷ এই ‘ভয়ে’ ভীত রাজ্য প্রশাসন।

পুজোর দিনগুলিতে রাজ্যে প্রতিদিন নতুন সংক্রমণ ৪ হাজার পার হয়েছে। মহানবমীতেও তার ব্যতিক্রম হয়নি। এই নিয়ে পর পর ৬ দিন সংক্রমণের এমন ছবি তৈরি করলেন ‘বিপ্লবীরা’à§·

রবিবার, মহানবমীর সন্ধ্যায় স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত বুলেটিন জানাচ্ছে,

🔴 রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ৪,১২৭ জন।

🔴 শনিবার এই সংখ্যা ছিল ৪ হাজার ১৪৮।

🔴 রাজ্যে এক দিনে সর্বোচ্চ সংক্রমণ ছিল ২২ অক্টোবর, ৪ হাজার ১৫৭ জনের।

🔴 এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,৪৯,৭০১জন।

🔴 শেষ ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মোট ৯১৫ জন৷

🔴 মাত্র ৫ জন কম আক্রান্ত হয়েছেন কলকাতায়। আক্রান্তের সংখ্যা ৯১০-জন৷

🔴 রবিবার পজিটিভিটি রেট বা সংক্রমণের হার লাফিয়ে বেড়েছে ।

🔴 রাজ্য প্রশাসনের ‘ভয়’ আরও বাড়িয়ে দিচ্ছে প্রতিদিন মৃত্যুর সংখ্যা৷

🔴 শনিবারের সরকারি বুলেটিনে মৃতের সংখ্যা ছিল ৫৯। রবিবার তা বেড়ে হয়েছে ৬০।

🔴 এই নিয়ে রাজ্যে মোট করোনা-শহিদ ৬,৪৮৭ জন।

🔴 আক্রান্তের মতো মৃতের সংখ্যাতেও শেষ ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনা,
মৃতের সংখ্যাতেও শীর্ষে, মৃত্যু হয়েছে ১৮ জনের৷

🔴 কলকাতায় শেষ ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৪ জন।

🔴 ৪ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়।

🔴 ৩ জন করে মারা গিয়েছেন হাওড়া, হুগলি, বীরভূম ও মুর্শিদাবাদে।

🔴 কলকাতা, উত্তর ২৪ পরগনার পাশাপাশি অন্য কয়েকটি জেলা নিয়েও দুশ্চিন্তা বেড়ে চলেছে প্রশাসনের।

🔴 বেশি সংক্রমণ কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনায় ২৭৬ জন, হুগলিতে ২৫২জন এবং হাওড়ায় ২১৭ জন।

🔴 এছাড়াও ২০০-র বেশি মানুষ আক্রান্ত হয়েছেন নদিয়া জেলায়। এই জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত হয়েছেন ২২০ জন।

আরও পড়ুন- “বন্ধুর সম্পর্কে এই মন্তব্য করা অনুচিত,” ভারত প্রসঙ্গে ট্রাম্পকে কটাক্ষ বাইডেনের