Saturday, August 23, 2025

ভূস্বর্গের জমি এবার হাতের মুঠোয়, বিজ্ঞপ্তি জারি স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

যে কোনও দেশবাসী এবার জমি কিনতে পারেন কাশ্মীরে। বিজ্ঞপ্তি জারি করে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। এই বিজ্ঞপ্তি অনুসারে কাশ্মীরে যেকেউ জমি কিনতে পারেন।

কেন্দ্রশাসিত অঞ্চল পুনর্গঠন ও অর্ডার জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। ফলে কেন্দ্রশাসিত কাশ্মীরে নতুন করে ২৬টি আইন গৃহীত হয়েছে। ৩৭০ ধারা বাতিলের পরেই এই নির্দেশিকা জারি করা হয়।

করোনা আবহে এই সিদ্ধান্তের জেরে কাশ্মীরের আর্থিক হাল ফিরবে বলে আশা কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, ভূস্বর্গে পর্যটন আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।

এতদিন কাশ্মীরের যে বিশেষ ক্ষমতা ছিল তাতে ভূস্বর্গে জমি বাড়ি কিনতে হলে সেই রাজ্যের বাসিন্দা হওয়া জরুরি ছিল। কাশ্মীরের নাগরিক হওয়ার পরিচয় পত্র থাকলে তবেই সেখানে জমি, বাড়ি অথবা ব্যবসা করা যেত। বাইরের রাজ্যের বাসিন্দাদের অনুমতি ছিল না।

২০১৯ সালের ৫ অগাস্ট কাশ্মীরের বিশেষ ক্ষমতার বিলোপ ঘটায় মোদি সরকার। কাশ্মীর ও লাদাখকে ভাগ করে দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। একই সঙ্গে গৃহবন্দি করে রাখা হয় কাশ্মীরের কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের ও রাজনৈতিক নেতাদের। সম্প্রতি তাঁরা মুক্তি পেয়েছেন। আর তারপরেই কাশ্মীরের ৩৭০ ধারা বহাল রাখার জন্য জোট বাঁধতে শুরু করেন বিরোধীরা। সূত্রের খবর, ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা থেকে মেহবুবা মুফতি- সকলেই কাশ্মীরের বিশেষ অধিকার ফিরয়ে আনার জন্য জোট বাঁধছেন।

আরও পড়ুন- ৩০ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে আনলক ৫-এর নিয়মবিধি, নির্দেশিকা জারি কেন্দ্রের

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version